রাজ্য বিভাগে ফিরে যান

জঙ্গিপুর ও সামশেরগঞ্জে ভোট পিছল

May 4, 2021 | < 1 min read

দুই প্রার্থীর মৃত্যুর কারণে নির্দিষ্ট দিনে ভোটগ্রহণ হয়নি সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে। আগামী ১৬ মে মুর্শিদাবাদের ওই দুই বিধানসভা কেন্দ্রে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে ওই দু’টি আসনে ভোট অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিল নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তকে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। তাদের বক্তব্য, দেরিতে হলেও অবশেষে ঘুম ভাঙল নির্বাচন কমিশনের। কিন্তু যখন বারবার দু’-তিন দফাকে একত্র করে একদিনে ভোট করার দাবি জানানো হয়েছিল, তখন তারা চুপ করে ছিল। করোনা পরিস্থিতি বিচার করেই পরে ভোটের বিজ্ঞপ্তি জারি করা হবে বলে সোমবার জানিয়েছে নির্বাচন কমিশন।

ওড়িশার পিপলি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনও অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়ার কথা জানানো হয়েছে। এদিকে, পশ্চিমবঙ্গের খড়দহ বিধানসভা কেন্দ্রে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল সিনহার মৃত্যুর কারণে আগামী ছ’মাসের মধ্যে ভোট হওয়ার কথা। কিন্তু এখন করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না এলে তার সম্ভাবনা নেই বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।

TwitterFacebookWhatsAppEmailShare

#Eci, #Jangipur, #Shamsherganj, #West Bengal Elections 202

আরো দেখুন