রাজ্য বিভাগে ফিরে যান

হাওয়ালা প্রসঙ্গে অর্ধসত্য বলছেন রাজ্যপাল: সুখেন্দু শেখর রায়

June 28, 2021 | < 1 min read

রাজ্যপাল জগদীপ ধনখড়কে (Jagdeep Dhankhar) দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জৈন হাওয়ালা কাণ্ডে (Jain Hawala Case) ধনকড় অভিযুক্ত বলে দাবি করেছেন তিনি। সাংবাদিক সম্মেলন করে তাঁর অভিযোগ ওড়ান রাজ্যপাল। তাঁর দাবি, জৈন হাওয়ালার চার্জশিটে আমার নাম ছিল না। পাশাপাশি, মুখ্যমন্ত্রীর মন্তব্যকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেও দাবি করেন রাজ্যপাল।

এবার এই বিষয়ে নিজের প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের (TMC) রাজ্যসভা সাংসদ সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Ray)। তিনি বলেন, ‘চার্জশিটে নাম ছিল কি না তা তদন্ত সাপেক্ষ। ৩০ বছর আগের ঘটনা। আমরা এ বিষয়ে তদন্ত করব। রাজ্যপাল অর্ধসত্য বলছেন। চার্জশিটে নাম ছিল না বলছেন। কিন্তু জৈন হাওয়ালা মামলার সাথে তাঁর নাম জড়িয়েছিল কিনা এ বিষয়ে কিছু পরিষ্কার করলেন না রাজ্যপাল।’

জৈন হাওয়ালা মামলা নিয়ে রাজ্যপাল আরও দাবি করেন যে চার্জশিটে যাদের নাম ছিল সবাই বেকসুর খালাস পান। তাঁর উত্তরে সুখেন্দু বাবু বলেন, ‘আমার পরিষ্কার মনে আছে সেই সময় সুপ্রিমকোর্টে ওই মামলার দায়িত্বপ্রাপ্ত তিন বিচারপতি প্রকাশ্যে বলেছিলেন, মামলাটি ছেড়ে দেওয়ার জন্যে আমাদের ওপর চাপ আসছে।’

সাংসদ ক্ষোভ উগরে আরও বলেন, ‘রাজ্যপাল সব সময় বলেন রাজ্য সরকার কোন পদক্ষেপের কথা ওনাকে জানায় না। উনি দিল্লি গিয়ে কার সাথে কী আলোচনা করলেন সেটা পরিষ্কার করুন। দার্জিলিঙেই বা এই ঘোর বর্ষায় গেলেন কেন? ওনার তো কোনও প্রশাসনিক ক্ষমতা নেই। উনি কোনও সমাধান করতে পারবেন না। রাজ্যপাল বলেছেন অনেক এনজিও এসে অভিযোগ করেছে ওনার কাছে। এনজিওগুলোর নাম বলুন। রাজ্য সরকারকে রিপোর্ট পাঠান।’

রাজ্যের সাথে রাজ্যপালের সংঘাত নতুন কিছু না। আর হাওয়ালা কাণ্ডে নাম জড়িয়ে এই দ্বন্দ্ব যে আরও বাড়লো, তা বলাই বাহুল্য।

TwitterFacebookWhatsAppEmailShare

#Jagdeep Dhankhar, #Sukhendu Sekhar Ray, #hawala scam

আরো দেখুন