শিয়রে নির্বাচন, উত্তরপ্রদেশকে রেকর্ড পরিমাণ রেশন বিনামূল্যে দিচ্ছে মোদী সরকার
কোভিড পরিস্থিতিতে উত্তরপ্রদেশের সাধারণ মানুষকে রেকর্ড পরিমাণ ফ্রি রেশন (ration) দিচ্ছে মোদী সরকার। ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’য় উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ১৪.৭১ কোটি মানুষকে বিনামূল্যে ১০৯ লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য বন্টন করা হচ্ছে। এর জন্য খরচ হবে ৪০ হাজার ৯৩ কোটি টাকা। আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা ভোট। দিল্লির সীমানায় চলছে কৃষি আইন বিরোধী কৃষক বিক্ষোভ। তাই একদিকে কৃষক, অন্যদিকে সাধারণ মানুষের মন জয় করতেই মোদী সরকারের এই পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল। নাহলে কোভিড পরিস্থিতিতে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় থাকা বিভিন্ন রাজ্যের নাগরিকদের জন্যই এই ব্যবস্থা হলেও বেছে বেছে উত্তরপ্রদেশের কথা আলাদা করে কেন উল্লেখ করেছে খাদ্য ও গণবণ্টন মন্ত্রক? উঠছে প্রশ্ন।
কেন্দ্রীয় সরকার ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার মাধ্যমে খাদ্যশস্যে ভর্তুকি সহ বন্টন, আন্তঃরাজ্য পরিবহণ, ডিলারদের প্রাপ্ত অর্থর মতো যাবতীয় খরচ বহন করছে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে থাকা ব্যক্তিদের প্রতি মাসে বিনামূল্যে মাথাপিছু ৫ কেজি খাদ্যশস্য দিচ্ছে। আগের বরাদ্দের পাশাপাশি চলতি জুলাই থেকে আগামী নভেম্বর মাস পর্যন্ত উত্তরপ্রদেশকে ৩৬.৮০ লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ করা হয়েছে। গণবণ্টন ব্যবস্থায় রেশন দোকানের মাধ্যমে বিনামূল্যের এই খাদ্যশস্য দেওয়াই শুধু নয়, যোগী-রাজে গত তিন চার বছরে রাজ্য সরকার প্রযুক্তির ব্যবহারে কতটা স্বচ্ছতা এনেছে, তাও তুলে ধরেছে কেন্দ্র। ৭ লক্ষ ভুয়ো রেশন কার্ডও বাতিল করা হয়েছে। ফলে খাদ্যশস্য বণ্টনে পরোক্ষে যোগী সরকারের প্রচার করে উত্তরপ্রদেশে ভোটারদের মন জয় করাই মোদী সরকারের (Modi Govt) লক্ষ্য বলেই মনে করা হচ্ছে।