দেশ বিভাগে ফিরে যান

দিল্লিতে ১,৭০০ টাকা ছাড়াল বাণিজ্যিক ব্যবহারের জন্য প্রয়োজনীয় গ্যাসের দাম

October 1, 2021 | < 1 min read

দেশের রাজধানীতে ১,৭০০ টাকা ছাড়িয়ে গেল রান্নার গ্যাসের দাম। আর পুজোর মরসুমের আগে কলকাতায় তা পৌঁছে গেল ১,৮০০-র অঙ্কে।

তেল সংস্থাগুলির শুক্রবার বাণিজ্যিক ব্যবহারের জন্য প্রয়োজনীয় গ্যাসের দাম সিলিন্ডার প্রতি সাড়ে ৪৩ টাকা বাড়িয়েছে। এর ফলে রাজধানী দিল্লিতে বাণিজ্যিক ভাবে ব্যবহারের জন্য ১৯ কিলোগ্রাম গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়াল ১৭৩৬ টাকা ৫০ পয়সা। কলকাতায় সাড়ে ১,৭৭০ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে দাঁড়াল ১,৮০৫ টাকা ৫০ পয়সায়।

এই মূল্যবৃদ্ধির ফলে উৎসবের মরসুমে হোটেল-রেস্তরাঁর মতো বাণিজ্যিক কাজকর্মের খরচ বাড়বে। ফলে বাড়তে পারে ক্রেতাদের বিলের অঙ্কও।

গৃহস্থের জন্য সুখবর। অক্টোবর মাসে রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রাখল কেন্দ্র। আজ থেকে এমাসের জন্য যে দাম ঘোষিত হয়েছে তাতে কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৯১১ টাকাই রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#price rise, #cooking gas

আরো দেখুন