রাজ্য বিভাগে ফিরে যান

জানুয়ারি, ফেব্রুয়ারিতে বকেয়া পুরভোট, আদালতকে দিনক্ষণ জানাল কমিশন

December 23, 2021 | < 1 min read

আগামী ২২শে জানুয়ারি আসানসোল, বিধাননগর, শিলিগুড়ি, হাওড়া ও চন্দননগরে পুরসভা ভোট করা যেতে পারে, হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন। বাকি পুরসভার ভোট হতে পারে ২৭শে ফেব্রুয়ারি। আদালতে এমনটাই জানিয়েছে কমিশন।

রাজ্যের মোট ১১২টি পুরসভার মধ্যে ১১১টি পুরসভায় ভোট হবে। তার মধ্যে পাঁচটি পুরনিগম রয়েছে এবং ১০৬টি পুরসভা। কয়েক দিন আগেই ভোট হয়ে গিয়েছে কলকাতা পুরসভার। বাকি পুরসভাগুলিতে কবে ভোট হবে তা কমিশনের কাছে জানতে চেয়েছিল কলকাতা হাই কোর্ট। ২৩ ডিসেম্বরের মধ্যে সম্ভাব্য দিন জানানোর নির্দেশ দিয়েছিল আদালত।

কলকাতা পুরভোটের দিন ঘোষণার পরেই দু’টি জনস্বার্থ মামলায় জানতে চাওয়া হয়েছিল, রাজ্যের বাকি জেলাগুলির ১১১টি পুরসভায় ভোট কবে হবে? কেনই বা এ ব্যাপারে দেরি করছে রাজ্য? কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এর পর এই প্রশ্ন করে রাজ্যকে। বৃহস্পতিবার মামলাটি আদালতে উঠলে হলফনামা দিয়ে রাজ্যের বাকি পুরসভার ভোটের সম্ভাব্য দিনক্ষণ জানাল রাজ্য নির্বাচন কমিশন।

TwitterFacebookWhatsAppEmailShare

#municipality elections

আরো দেখুন