রাজ্য বিভাগে ফিরে যান

তৃণমূলে যোগ দিচ্ছেন দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা? জল্পনা শুরু

January 15, 2022 | 2 min read

এবার হোটাসঅ্যাপ গ্রুপ(Whatsapp Group Left) ছাড়লেন দুবরাজপুরের ‘বিদ্রোহী’ বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা (Anup Kumar Saha)৷ তিনি যোগ দিতে পারেন তৃণমূলে (TMC Joining) ৷ শনিবার বীরভূম জেলাজুড়ে এই খবর চাউর হয়েছে৷ যদিও অনুপকুমার দলীয় হোটাসঅ্যাপ গ্রুপ ছাড়ার পর থেকেই গুঞ্জন শুরু হয়েছিল৷ সেই গুঞ্জন আরও জোরাল হয়ে উঠেছে যে, তিনি পুরভোটের আগে তৃণমূলে যোগ দিচ্ছেন৷

দিন দুই আগে দুবরাজপুর বিজেপি সমর্থকের নামে দেওয়া ফেসবুক পোস্ট ঘিরে বীরভূমে বিজেপি শিবিরে অস্বস্তি। একের পর এক ফেসবুক পোস্ট সামনে আসতেই তোলপাড় শুরু হয়েছে জেলার রাজনীতিতে। ওই ফেসবুক পোস্টে দাবি করা হয়েছে, ‘‘বিজেপি-র বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা ও দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা-কে পাথর খাদানের টাকা দেওয়া হয়েছে। তাঁদের গাড়িও উপহার দিয়েছেন সদ্য তৃণমূলে যাওয়া বিজেপির তৎকালীন জেলা সাধারণ সম্পাদক।’

গত ২৪ ডিসেম্বর তৃণমূলে প্রত্যাবর্তন করেন বিজেপি-র তৎকালীন জেলা সাধারণ সম্পাদক শুভ্রাংশু চৌধুরী। বোলপুরে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তারপর থেকে লাগাতার ফেসবুক পোস্ট ও হোয়াটঅ্যাপ বিদ্রোহ শুরু হয়েছে৷ যদিও বিদ্রোহ বিজেপির কাছে নতুন কিছু নয়৷ কারণ, এর আগে একের পর এক বিজেপি বিধায়ক-সাংসদরা দলীয়-সাংগাঠনিক হোয়াটঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে গিয়েছে৷ ক্ষোভ উগরে দিয়েছেন দলীয় উচ্চ নেতৃত্বের বিরুদ্ধে৷ পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামতে হয়েছে রাজ্যস্তরের নেতাদের৷ বাদ জাননি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷

সুকান্তবাবু দিনদুই আগে এক নির্দেশেই রাজ্য বিজেপির সমস্ত বিভাগ ও সেলের ভেঙে দেন৷ বিজেপি সূত্রের দাবি, বিদ্রোহ দমনে বিভাগ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন সুকান্তবাবু৷ যদিও এই রাজ্য বিজেপির কোনও নেতাই স্পষ্ট করে কিছু বলতে পারেননি৷ যদিওবা ধরে নেওয়া হয় যে, বিদ্রোহ দমনেই এই সিদ্ধান্ত নেন সুকান্ত মজুমদার, কিন্তু তারপরও তো ‘বিদ্রোহ’ বন্ধ হওয়ার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Dubrajpur, #Anup kumar saha, #BJP Bengal

আরো দেখুন