রাজ্য বিভাগে ফিরে যান

গত ২৪ ঘণ্টায় স্বস্তি দিয়ে বাংলায় কমল করোনা সংক্রমণ, যদিও উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যুর সংখ্যা

January 16, 2022 | 2 min read

রাজ্যে (West Bengal) একদিনে সংক্রমণ (Corona Case) অনেকটাই কমল। রবিবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের (West Bengal Health Department) বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ৯৩৮ জন। তৃতীয় ঢেউয়ে (Third Wave) রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ৩৬ জনের। যদিও গতকালের তুলনায় ১০ হাজারের বেশি টেস্ট কম হয়েছে। কলকাতাতেই একদিনে ১২ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে কলকাতাই। কলকাতার পরই উদ্বেগ বাড়াচ্ছে উত্তর ২৪ পরগনা।

গতকাল রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৯ হাজার ৬৪। একদিনে গতকাল মৃত্যু হয়েছিল ৩৯ জনের। এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৮ লক্ষ ৯৭ হাজার ৬৯৯ জন। এখনও পর্যন্ত করোনা কোপে প্রাণ হারিয়েছেন ২০ হাজার ৮৮ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৫৩ হাজার ৮৭৬টি। এই মুহূর্তে রাজ্যে পজিটিভিটি রেট ২৭.৭৩ শতাংশ।

এদিকে তৃতীয় ঢেউয়ের ধাক্কায় দেশে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর। দৈনিক আক্রান্ত পৌনে ৩ লক্ষ ছুঁইছুঁই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৭১ হাজার ২০২ জন।গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৬৮ হাজার ৮৩৩। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩১৪ জনের।
গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪০২।

দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৭১ লক্ষ ২২ হাজার ১৬৪ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় ৪ লক্ষ ৮৬ হাজার ৬৬ জনের মৃত্যু হয়েছে। দৈনিক পজিটিভিটি রেট সামান্য কমে হল ১৬ দশমিক ২৮ শতাংশ। রবিবার পর্যন্ত দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৭৪৩। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ১ হাজার ৭০২ জন। গতকালের তুলনায় ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ল ২৮ দশমিক ১৭ শতাংশ।

TwitterFacebookWhatsAppEmailShare

#WB Corona Update, #West Bengal, #Coronavirus, #covid19, #Corona Update

আরো দেখুন