রাজ্য বিভাগে ফিরে যান

কেন্দ্রীয় বাজেটের সমালোচনায় সরব অমিত মিত্র

February 1, 2022 | < 1 min read

সাধারণ বাজেটের (Union Budget 2022) কড়া সমালোচনা বাংলার অর্থ বিযয়ক উপদেষ্টা অমিত মিত্রের (Amit Mitra)। আজ একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি সংবাদমাধ্যমকে জানান, বাজেট ২০২২-এ কমেছে ১০০ দিনের কাজের বরাদ্দ অর্থের পরিমাণ। এই বিষয়েই এবার সরকারকে নিশানা করলেন বাংলার প্রাক্তন অর্থমন্ত্রী।

অমিতবাবু বলেন, ‘১০০ দিনের কাজে বরাদ্দ অর্থের পরিমাণ কমানো হয়েছে এবারের বাজেটে। যা মারাত্মক বিষয়। সুকৌশলে ৯৮ হাজার কোটি টাকা থেকে বরাদ্দ কমিয়ে ৭৩ হাজার কোটি টাকা করা হল। সাধারণভাবে মানুষের নজর এড়িয়ে যাবে এই বিষয়টি।”

তাঁর আরও বক্তব্য, “এই বাজেটে সাধারণ মানুষের জন্য কিছুই নেই। সামাজিক সুরক্ষা প্রকল্পে কোনও বরাদ্দ নেই। প্রবীণ নাগরিকদের জন্যও কিছুই নেই। সবচেয়ে বড় কথা মধ্যবিত্ত চাকরিজীবীদের জন্য কোনও সুরাহা নেই বাজেটে। ১ কোটি ২০ হাজার মধ্যবিত্ত চাকরি খুইয়েছেন লকডাউনে। তাঁদের জন্য কি বরাদ্দ হল বাজেটে?”

একইসঙ্গে তিনি কোভিড পরিস্থিতির কথা তুলে ধরে বলেন, ”কোভিডের জেরে যারা প্রাণ হারিয়েছেন, সেই সকল পরিবারের জন্য কী বরাদ্দ করা হল বাজেটে? কিছুই নেই।”

TwitterFacebookWhatsAppEmailShare

#Union Budget, #Nirmala Sitharaman, #Dr Amit Mitra, #Union Budget 2022

আরো দেখুন