প্রযুক্তি বিভাগে ফিরে যান

আজ থেকেই বদলে যাচ্ছে জিমেল, এক ছাতার তলায় পাবেন বহু ফিচার

February 8, 2022 | 2 min read

বড়সড় প্রযুক্তিগত বদল আনতে চলেছে জি-মেল (Gmail)। সংস্থা সূত্রে খবর, মেলের ডিজাইনে আসবে বড় বদল। গুগলের নতুন পরিকল্পনায় তৈরি হতে চলেছে একটি ওয়ার্কপ্লেস। সেখানে গুগল চ্যাট, মিট, সব কিছুই থাকবে জি মেলের (Gmail) অ্যাকাউন্টে। অ্যাকাউন্টের একটি ইন্টিগ্রেটেড ভিউ পাবেন ব্যবহারকারীরা। ২০২২ সালের দ্বিতীয় ত্রৈমাসিকেই এই বদল আসতে চলেছে।

Gmail - gmail.com sign in - www.gmail.com login - gmail.com login

এই নতুন ডিজাইনে ব্যবহারকারীরা চারটি আলাদা আলাদা অপশনে সহজে যাতায়াত করতে পারবেন, মেল, চ্যাট, স্পেস ও মিট (Gmail)। এখন তিনটি অপশন রয়েছে এই অ্যাকাউন্টের ক্ষেত্রে।

 নতুন ডিজাইনে একসঙ্গে চারটি অপশনের একটিকে বড় আকারে দেখতে পাবেন ব্যবহারকারীরা, বাকিগুলি দেখা যাবে ছোট আকারে। আপডেট হওয়ার পরে মেলের লিস্ট ও লেবেল অপশন একই রকম থাকবে বলে জানিয়েছে সংস্থা।

নতুন ডিজাইনে একসঙ্গে চারটি অপশনের একটিকে বড় আকারে দেখতে পাবেন ব্যবহারকারীরা, বাকিগুলি দেখা যাবে ছোট আকারে। আপডেট হওয়ার পরে মেলের লিস্ট ও লেবেল অপশন একই রকম থাকবে বলে জানিয়েছে সংস্থা।

 ফেব্রুয়ারি মাসের ৮ তারিখ থেকে এটির পরীক্ষামূলক প্রয়োগ হবে। সেখানে নতুন ডিজাইনে যাওয়া অপশনাল থাকবে। তবে এপ্রিল থেকে সকলকেই চলে যেতে হবে নতুন ডিজাইনে।

ফেব্রুয়ারি মাসের ৮ তারিখ থেকে এটির পরীক্ষামূলক প্রয়োগ হবে। সেখানে নতুন ডিজাইনে যাওয়া অপশনাল থাকবে। তবে এপ্রিল থেকে সকলকেই চলে যেতে হবে নতুন ডিজাইনে।

 তাই গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, সমস্যা এড়াতে একটু আগে থেকে পরিবর্তিত ডিজাইনে যাওয়াই ভাল, তাতে ব্যবহারকারীদের সুবিধা হবে। তবে গুগল এসেনসিয়াল ওয়ার্কপ্লেস গ্রাহকদের বাদে বাকি সকলের ক্ষেত্রে এই পরিবর্তন করা হবে জানিয়েছে গুগল।

তাই গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, সমস্যা এড়াতে একটু আগে থেকে পরিবর্তিত ডিজাইনে যাওয়াই ভাল, তাতে ব্যবহারকারীদের সুবিধা হবে। তবে গুগল এসেনসিয়াল ওয়ার্কপ্লেস গ্রাহকদের বাদে বাকি সকলের ক্ষেত্রে এই পরিবর্তন করা হবে জানিয়েছে গুগল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Gmail

আরো দেখুন