দেশ বিভাগে ফিরে যান

ফের কেরোসিনের মূল্যবৃদ্ধি, লিটার প্রতি দাম বাড়ল ৭ টাকা

March 3, 2022 | < 1 min read

রেশনে ফের বাড়ল কেরোসিনের দাম। লিটার প্রতি ৭ টাকা বেড়ে কলকাতা ও বিধাননগরে কেরোসিনের দাম হল ৬৪ টাকা ২৪ পয়সা। গত মাসে পর পর দু’দিনে রেশনে বিক্রি হওয়ার কেরোসিনের দাম লিটারে প্রায় ৮ টাকা বেড়েছিল। মার্চেও সেই ধারা অব্যাহত থাকল। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার বর্ধিত ইস্যু প্রাইসের ভিত্তিতে রাজ্য খাদ্যদপ্তর বুধবার এমাসে কেরোসিনের খুচরো বিক্রয় মূল্য সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। কলকাতা ও বিধাননগরে রেশন গ্রাহকদের প্রতি লিটার কেরোসিন ৬৪ টাকা ২৪ পয়সা দামে কিনতে হবে। গত মাসে এই দাম ছিল ৫৭ টাকা ৯ পয়সা। পরিবহণ খরচের ভিত্তিতে রাজ্যের বিভিন্ন জেলায় কেরোসিনের দাম কিছুটা কম বেশি হয়।  


২০২০ সালের মার্চ মাস থেকে কেন্দ্র সরকার রেশনে কেরোসিনের উপর ভর্তুকি বন্ধ করে দিয়েছে। অশোধিত তেলের আন্তর্জাতিক বাজারে মূল‌ বৃ঩দ্ধি বা কমার ভিত্তিতে তেল সংস্থাগুলি ইস্যু প্রাইস নির্ধারণ করে। সাধারণভাবে ডিজেল ও কেরোসিনের উৎপাদন খরচ মোটামুটি এক। কিন্তু ডিজেলের উপর কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন কর রয়েছে। যেখানে রেশনে কেরোসিনের উপর শুধু ৫ শতাংশ হারে জিএসটি নেওয়া হয়। তাই কেরোসিনের দাম কম। কিন্তু রেশনের কেরোসিন বিক্রি করে তেল সংস্থাগুলি লাভ করছে কি না সেই প্রশ্ন উঠছে। ওয়েস্টবেঙ্গল কেরোসিন ডিলারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অশোক গুপ্ত জানিয়েছেন, কেরোসিনের উৎপাদন খরচ  জানানো হয় না। শুধু কি দামে তেল সংস্থার ডিপো থেকে তা দেওয়া হবে সেটা জানায় তেল সংস্থারা।

TwitterFacebookWhatsAppEmailShare

#price hike, #kerosene

আরো দেখুন