টেলিমেডিসিনে দিনে প্রায় ৩১ হাজার রোগী দেখে নজির গড়ল রাজ্য
April 12, 2022 | < 1min read
টেলিমেডিসিনে দিনে প্রায় ৩১ হাজার রোগী দেখা! স্বাস্থ্য ইঙ্গিত পরিষেবায় এভাবে নিজের রেকর্ড নিজেই ভাঙল বাংলা। সোমবারই ৪০৪১টি সুস্বাস্থ্য কেন্দ্রে আসা এই বিপুল সংখ্যক রোগীকে অনলাইনে দেখেছেন রাজ্যের বিভিন্ন স্তরের সরকারি হাসপাতালের ডাক্তাররা। সব মিলিয়ে ৬৩০ জন চিকিৎসক এদিন স্বাস্থ্য ইঙ্গিতে টেলিমেডিসিন পরিষেবা দিয়েছেন। স্বাস্থ্যদপ্তর সূত্রের খবর, ৪৫৬টি পুর স্বাস্থ্য কেন্দ্র এবং ২২৫টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রও এবার জুড়েছে স্বাস্থ্য ইঙ্গিতে। ফলে স্বাস্থ্য কেন্দ্রের সংখ্যা বেড়ে হয়েছে ৪৭২১টি।