রাজ্য বিভাগে ফিরে যান

আসানসোলে বিজেপির পরাজয়ের কারণ মমতার সামাজিক প্রকল্প, উপলব্ধি জিতেন্দ্র তিওয়ারির

April 19, 2022 | < 1 min read

দুয়ারে সরকারের ক্যাম্পে এসে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী ও কন্যাশ্রী প্রকল্পের সুবিধা নিতে পেরেছেন সাধারণ মানুষ। তার প্রভাব পড়ছে ভোটারদের উপর। আসানসোলে লোকসভা উপনির্বাচনে হারের কারণ খুঁজতে গিয়ে এমনটাই মনে করছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি।

তিনি টুইটে লিখেছেন, ‘আমার ব্যক্তিগত অভিমত লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী ও স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে সহজে পেয়েছেন। এর প্রভাব পড়েছে ভোটারদের উপর।’

উপনির্বাচনে তিন লক্ষেরও বেশি ভোটে জিতেছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্‌হা। গতবারে জেতা আসনে যে এমন হার হবে তা বিন্দুমাত্র আন্দাজ করতে পারেননি বিজেপি নেতৃত্বে। এমনকি বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের জেতা আসানসোল-দক্ষিণ বিধানসভা আসনেও ১২ হাজারের বেশি ভোটে হেরেছে তারা। তার পর জিতেন্দ্রর এই টুইটে কিছুটা অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব।

যদিও টুইটে তিনি শুধুমাত্র ভোটের ফলে রাজ্য সরকারের সামাজিক প্রকল্পগুলির প্রভাবের কথা উল্লেখ করেননি, ‘শাসকদলের সন্ত্রাস’-এর দিকেও আঙুল তুলেছেন। জিতেন টুইটে লিখেছেন, ‘গত বছর থেকে লাগাতার ভোট পরবর্তী হিংসায় ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তাঁরা শাসকদলের বিরুদ্ধে মত প্রকাশ করতে ভয় পাচ্ছেন।’

জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, গোষ্ঠীকোন্দলে দিশাহারা বিজেপি। জেলার এক শীর্ষস্থানীয় তৃণমূল নেতার মতে, ‘‘একথা সবাই জানেন রাজ্যের প্রতিটি মানুষ এখন লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী প্রকল্পের সুধিবা দুয়ারে সরকারে মাধ্যমে সহজে পেয়ে যাচ্ছেন। হারের পর জিতেন তিওয়ারির এখন তা মনে হচ্ছে।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #bjp, #asansol, #Jitendra Tiwari

আরো দেখুন