রাজ্য বিভাগে ফিরে যান

‘দুয়ারে সরকার শিবিরে যান’, সোশ্যাল মিডিয়ায় কর্মীদের আহ্বান বিজেপি নেতা জিতেন্দ্র পত্নীর

May 16, 2022 | 2 min read

এতদিন যা ছিল ‘‌ঢাক–ঢাক, গুড় গুড়’‌ এবার তা প্রকাশ্যে চলে এল। রাজ্যে আবার শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প। এবার সেখানেই সরাসরি বিজেপি কর্মীদের সুবিধা নিতে যেতে বললেন জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারি। রীতিমতো ফেসবুক পোস্ট করে এই নিদান দিয়েছেন জিতেন্দ্র–পত্নী। আর তাতেই জোর আলোড়ন পড়ে গিয়েছে।

ঠিক কী ঘটেছে এখানে?‌ বিজেপি সূত্রে খবর, নিজেদের বেশকিছু কাজ পড়ে রয়েছে। সেই কাজ যাতে শেষ করা যায় তার জন্য দলের কর্মীদের দুয়ারে সরকার ক্যাম্পে যাওয়ার জন্য নিদান দিলেন আসানসোলের ২৭ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর তথা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারি। সোশ্যাল মিডিয়ায় তিনি একযি পোস্টও করেছেন।

ঠিক কী লিখেছেন তিনি?‌ ফেসবুক পোস্টে চৈতালি তিওয়ারি ছবি দিয়েছেন নরেন্দ্র মোদী এবং জেপি নড্ডার। তারপর একটি লিফলেটে চৈতালি লিখেছেন, ‘‌রাজ্য সরকার যে দুয়ারে সরকার শিবির চালাচ্ছে সেখানে যান। ওয়ার্ডের মানুষজন সরকারি প্রকল্পের সুবিধে নিন। দলের কর্মীরাও যান কাজ শেষ করার জন্য এবং ওয়ার্ডের মানুষকে সাহায্য করার জন্য।’‌

উল্লেখ্য, আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি গোহারা হওয়ার পর জিতেন্দ্র তিওয়ারি টুইট করে বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সামাজিক প্রকল্পের জন্য এই হার হয়েছে। তা নিয়ে বেশ অস্বস্তিতে পড়েছিলেন বঙ্গ–বিজেপির নেতারা। এবার ফেসবুক পোস্ট করে সেই সামাজিক প্রকল্প মানুষকে নিতে যেতে বলেছেন বিজেপির কাউন্সিলর। এই বিষয়ে চৈতালি দেবীর কথায়, ‘‌রাজ্যের ২ কোটি ৩৮ লাখ মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন। তাদের করের পয়সা রাজ্যের কোষাগারে জমা পড়েছে। তাহলে তারা কেন রাজ্য সরকারের প্রকল্পের সুবিধে নেবেন না।’‌

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Jitendra Tiwari, #chaitali tiwari

আরো দেখুন