প্রযুক্তি বিভাগে ফিরে যান

লঞ্চ হয়েছে হোয়াটসঅ্যাপ বিজনেস প্রিমিয়াম, অতিরিক্ত ফিচার ব্যবহারে গুনতে হবে টাকা!

May 18, 2022 | < 1 min read

হোয়াটসঅ্যাপ বিজনেস প্রিমিয়াম, ছবি সৌঃ ewm.swiss

এতদিন বিনামূল্যে ব্যবহার করেছেন WhatsApp। এই অ্যাপের কোন ফিচার ব্যবহারের জন্য আপনাকে কোনো খরচ করতে হতো না। এবার WhatsApp Business ব্যবহারকারীদের জন্য প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে হাজির হয়েছে আমেরিকার এই সংস্থাটি। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্ট, যেখানে জানানো হয়েছে যে পরীক্ষামূলক ভাবে এই সাবস্ক্রিপশন মডেল লঞ্চ করা হয়েছে হোয়াটসঅ্যাপ বিজনেস গ্রাহকদের জন্য । একসঙ্গে ১০ টি ডিভাইস থেকে WhatsApp Business অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ পাবেন প্রিমিয়াম সাবস্ক্রিপশন গ্রাহকরা।

Android, iOS ও ডেক্সটপ গ্রাহকদের জন্য পরীক্ষামূলক ভাবে প্রিমিয়াম সাবস্ক্রিপশন ফিচার নিয়ে আসা হয়েছে, জানানো হয়েছে WABetaInfo ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে। তবে WhatsApp Business গ্রাহকদের জন্য প্রিমিয়াম সাবস্ক্রিপশন বাধ্যতামূলক নয়।

এদিকে সম্প্রতি বেশ কিছু আপডেট এসেছে WhatsApp ব্যবহারের ক্ষেত্রে । ব্যবহারকারীদের সুবিধার জন্য একাধিক আপডেট চালু করেছে সংস্থার তরফে। এখন ৫১২ জন WhatsApp গ্রুপে সর্বাধিক যোগ দিতে পারবেন। এবার ফের WhatsApp বড়সড় আপডেট আনতে চলেছে গ্রুপ মেসেজিং ফিচারে।

সম্প্রতি মেসেজ রিয়্যাকশন ফিচারের মত আরও বেশ কিছু আপডেট নিয়ে হাজির হয়েছে WhatsApp।

TwitterFacebookWhatsAppEmailShare

#WhatsApp Premium, #Subscription Model, #whatsapp business, #Whatsapp

আরো দেখুন