কানের মঞ্চে বাংলা! চলচ্চিত্র উৎসবে দেখানো হবে পাওলির ‘ছাদ’
May 23, 2022 | < 1min read
কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে চলেছে অভিনেত্রী পাওলি দামের নতুন ছবি ‘ছাদ’ , ছবি সৌঃ পাওলি দাম/ ফেসবুক
কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে চলেছে অভিনেত্রী পাওলি দামের নতুন ছবি ‘ছাদ’। ইন্দ্রানী চক্রবর্তী পরিচালিত এই ছবিতে পাওলি ছাড়াও অভিনয় করেছেন রাজনন্দিনী পাল, রাহুল বন্দ্যোপাধ্যায় প্রমুখ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই সুখবর শেয়ার করেন খোদ অভিনেত্রী।
ছাদ ছবিটি তৈরি হয়েছে জাতীয় চলচ্চিত্র উন্নয়ন নিগমের অর্থানুকূল্যে। এই ছবিতে একজন শিক্ষিকা এবং লেখিকার ভূমিকায় দেখা যাবে পাওলি দামকে। ইতিমধ্যেই কান চলচ্চিত্র উৎসব চত্ত্বরে এই ছবির পোস্টার পড়েছে। চলচ্চিত্র উৎসবে ‘ছাদ’ ছবিটি দেখানো হবে বিশেষ অতিথিদের।