প্রযুক্তি বিভাগে ফিরে যান

ইমোজি নিয়ে নতুন চমক অপেক্ষা করছে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য, কী সেই চমক?

July 11, 2022 | < 1 min read

ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপের নতুন ফিচার নিয়ে নতুন ঘোষণা করেছেন জুকারবার্গ। তিনি জানিয়েছেন, এখন থেকে হোয়াটসঅ্যাপের যে কোনও ইমোজিই রিঅ্যাকশন হিসেবে ব্যবহার করা যাবে। হোয়াটসঅ্যাপের আপডেটেড ভার্সনে খুব শিগগিরই এই ফিচার আসত চলেছে।

সোমবার এই সুখবর দিয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের পেরেন্ট কোম্পানি মেটার কর্ণধার মার্ক জুকারবার্গ জানিয়েছেন তাঁর নিজের কোন কোন ইমোজি সবচেয়ে বেশি পছন্দের। সেই তালিকায় আছে একটি রোবট ইমোজি, একটি পপকর্নের ইমোজি, একটি ওয়াটার স্কিইং ইমোজি, একটি সানগ্লাস পরা হাসিমুখের ইমোজি, একটি ১০০ শতাংশের ইমোজি এবং একটি মুষ্টিবদ্ধ হাতের ইমোজি।

অনুমান করা হচ্ছে আগামী আপডেটেই হোয়াটসঅ্যাপে নতুন এই রিঅ্যাকশন পাওয়া যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Whatsapp, #Emoji

আরো দেখুন