কলকাতা বিভাগে ফিরে যান

কলকাতায় চীন! ট্যাংরায় চীনা ভাষায় একুশে জুলাইয়ের দেওয়াল লিখন

July 20, 2022 | < 1 min read

একুশে জুলাইয়ে চীন যোগ! দুই বছর পরে করোনা অতিমারি কাটিয়ে ফের ধর্মতলায় ফিরছে শহিদ দিবস পালন। একুশের বিধানসভা নির্বাচনে জেতার পরে এই প্রথম কোন কর্মসূচি করতে চলেছে তৃণমূল। ফলে ধর্মতলায় শহিদ সমাবেশে বিপুল পরিমাণ জনসমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। অফলাইন ও অনলাইন, দুই মাধ্যম মিলিয়েই তুঙ্গে একুশে জুলাইয়ের প্রস্তুতি। জোর কদমে চলছে প্রচার। সমাবেশে এবার চীন ঝলক। অভিনব দৃশ্যের সাক্ষী থাকলো ট্যাংরা তথা গোটা বাংলা।

কলকাতার বুকে একুশে জুলাই নিয়ে চীনা ভাষার দেওয়াল লিখন দেখা গেল। কলকাতার ট্যাংরা এলাকায় স্থানীয় তৃণমূল কর্মীরা উদ্যোগ নিয়ে চীনা ভাষায় দেওয়াল লিখন করছেন।

আগামীকাল শহিদ দিবসের মঞ্চে কী চমক থাকছে তার দিকেও তাকিয়ে দেশের রাজনীতি। জনগণের উদ্দেশ্যে কী বলবেন মুখ্যমন্ত্রী তার অপেক্ষায় প্রহর গুনছেন সকলেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#21st July, #Shahid Dibas, #Tangra

আরো দেখুন