প্রযুক্তি বিভাগে ফিরে যান

নয়া ফিচার নিয়ে হাজির হোয়াটসঅ্যাপ, গ্ৰুপের অবাঞ্ছিত পোস্ট মুছতে পারবেন অ্যাডমিন

July 31, 2022 | < 1 min read

নয়া ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। অভিনব ফিচারের দৌলতে এবার থেকে গ্রুপের সদস্যদের অবাঞ্ছিত পোস্ট ইচ্ছে করলেই, গ্রুপ থেকে মুছে দিতে পারবেন গ্রুপের অ্যাডমিন। এতদিন যে ব্যক্তি গ্রুপে মেসেজ বা পোস্ট করতেন, সেই কেবলমাত্র ডিলিট করতে পারতেন। এখন থেকে সেই ক্ষমতা অ্যাডমিনের হাতে পৌঁছে যেতে চলেছে।

সামাজিক মাধ্যমের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে নিত্য নতুন ফিচার নিয়ে কাজ করে। হোয়াটসঅ্যাপ বেট ইনফোর তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই বেশকিছু বেটা ইউজারের ফোনে এই সুবিধা চালু হয়েছে। জানা যাচ্ছে, এই ফিচার চালু হলে গ্রুপের অ্যাডমিনরাই গ্ৰুপের যেকোন চ্যাট মুছে দিতে পারবেন। বিগত বছর হোয়াটসঅ্যাপ বেট ইনফো ‘অ্যাডমিন ডিলিট’ লেখা একটি স্ক্রিনশট পোস্ট করেছিল, তখনই এই নয়া ফিচার আসার ইঙ্গিত মিলেছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Whatsapp

আরো দেখুন