দেশ বিভাগে ফিরে যান

মূল্যবৃদ্ধির জ্বালায় পুড়ছে দেশ, উলোট পুরাণে বাড়ছে গৃহঋণের পরিমাণ

October 10, 2022 | 2 min read

মূল্যবৃদ্ধির (Price Hike) জ্বালায় পুড়ছে গোটা দেশ। তলানিতে চলে গিয়েছে দেশের অর্থনীতি। মূল্যবৃদ্ধি রুখতে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ধাপে ধাপে রোপো রেট বাড়িয়েই চলেছে। ফলে বাড়ি, গাড়িসহ সব ধরনের ঋণের উপর বাড়তি সুদের বোঝা ক্রমেই বেড়ে চলেছে। যদিও এই সুদ বৃদ্ধির তেমন কোনও প্রভাব গৃহঋণের উপরে পড়েনি। অন্ততঃ রিজার্ভ ব্যাঙ্কের গৃহঋণ (Home Loan) সংক্রান্ত তথ্য-পরিসংখ্যান সেই কথাই বলছে। বিগত পাঁচ বছরে দেশে হোম লোনের অঙ্ক দ্বিগুণ হয়েছে। চলতি অর্থ বছরের প্রথম পাঁচ মাসে ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলি, বিগত বছরে ওই একই সময়ের নিরিখে প্রায় ১০ শতাংশের বেশি হারে গৃহঋণের ব্যবসা করেছে। এই পাঁচ মাসে রিজার্ভ ব্যাঙ্ক ১৪০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়িয়েছে। পাল্লা দিয়ে গৃহঋণে সুদের হারও বৃদ্ধি পেয়েছে। আরও ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়িয়েছে আরবিআই। 

২০১৬-১৭ অর্থ বছরে ভারতে ৮ লক্ষ ৬০ হাজার ৮৬ কোটি টাকার গৃহঋণের ছিল। ২০২১-২২ অর্থবর্ষে ওই পরিমাণ দ্বিগুন বেড়ে ১৬ লক্ষ ৮৪ হাজার ৪২৪ কোটি টাকায় পৌঁছেছিল। চলতি অর্থ বছরের আগস্ট পর্যন্ত দেশের মোট গৃহঋণের পরিমাণ ১৭ লক্ষ ৮৫ হাজার কোটি টাকা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, গৃহঋণ দীর্ঘমেয়াদি ঋণ হাওয়ায় দেশে গৃহঋণের অঙ্ক ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সুদীর্ঘ সময়ে সুদের হারের পরিবর্তন হবে, তাও ধরে নেন গ্রাহকরা। সুদের হার সবসময় কমবে, তা নাও হতে পারে। এখন সুদের হার বৃদ্ধি পেয়েছে বলে ভবিষ্যতে তা বাড়তেই থাকবে, গ্রাহকরা তেমনটা মনে করেন না। সরকারের নানান উৎসাহমূলক পদক্ষেপের কারণেও ঋণ নেওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।

আর্থিক বিশেষজ্ঞদের মতে, সুদ যেমন বাড়ছে, ঠিক তেমনই চাকরিজীবী, ব্যবসায়ীদের একটা বড় অংশের মানুষের বার্ষিক আয় ১০ থেকে ১২ শতাংশ হারে বাড়ছে। সুদ বৃদ্ধির প্রভাব মাসিক ইএমআইয়ের উপর পড়লেও, বাড়তি রোজগারের কারণে সেই সঙ্কটের সৃষ্টি হচ্ছে না। ২০১৬-১৭ অর্থ বছরে গৃহঋণ খাতে যে পরিমাণ সুদের হার ছিল, পরবর্তী সময়তে তা অনেকটা কমে যায়। বিশেষজ্ঞদের মতে, গৃহ​​ঋণ বৃদ্ধির কারণে হিসেবে এটিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#price hike, #modi govt, #home loan, #Indian Economy

আরো দেখুন