← খেলা বিভাগে ফিরে যান
আজ মুখোমুখি ভারত-দক্ষিণ অফ্রিকা, কেমন থাকবে পার্থের আবহাওয়া?
সুপার সানডে-তে ভারত-দক্ষিণ অফ্রিকা মোকাবিলা দেখার জন্যে মুখিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব। এবারের বিশ্বকাপ অনেকটাই বরুণদেবের হাতে, কিন্তু আজ কী হবে? কেমন থাকবে পার্থের আবহাওয়া? ভারত-দক্ষিণ আফ্রিকা (India Vs South Africa) ম্যাচও কি বৃষ্টিতে ভেস্তে যাবে নাকি পুরো ম্যাচ দেখতে পাবেন ভক্তরা? অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ পার্থে বৃষ্টির সম্ভাবনা থাকছে।
ভারতীয় সময় অনুযায়ী বিকেল সাড়ে চারটে থেকে ভারত-দক্ষিণ আফ্রিকা খেলা শুরু। বিকেল বা সন্ধ্যার দিকেই বৃষ্টির সম্ভাবনা থাকছে৷ অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী, পার্থের আকাশ অংশত মেঘলা থাকবে। বৃষ্টির সম্ভাবনা প্রায় ৫০ শতাংশ৷ বিকেলে ও সূর্যাস্তের আগে বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ২৫ থেকে ৩৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। সন্ধ্যার পর বাতাসের গতি কমতে পারে।