#Breaking বড়দিনে বড়পর্দায় ফেলুদা! ২৩ ডিসেম্বর আসছে হত্যাপুরী

ডিসেম্বরের শীতে শহরে আসছেন ফেলু মিত্তির। রুপোলি পর্দায় আবার মগজাস্ত্রের খেল দেখবে ফেলু প্রেমীরা। ডবল ফেলুদার পর ফের বড়পর্দায় ফেলুদা। মাঝে বেশ কয়েক বছর দুধের স্বাদ ঘোলে মিটিয়েছেন ফেলু প্রেমীরা। ওটিটিতে ফেলু দেখেই সন্তুষ্ট থাকতে হয়েছে। চলতি বছরের শুরুর দিকে ঘোষণা করা হয়েছিল, ফের বড়পর্দায় আসতে চলেছে ফেলু। ঠিক হয় ‘হত্যাপুরী’ গপ্পোটি নিয়েই হবে ছবি। যদিও ফেলু কে হবেন তা নিয়ে জল্পনা চলেছে দীর্ঘদিন। শেষ পর্যন্ত জানা যায়, ফেলু হচ্ছেন ইন্দ্রনীল সেনগুপ্ত এবং অভিজিৎ গুহ হচ্ছেন জটায়ু। এরপর শুরু হয় বিতর্ক, প্রযোজক বদল হয়। শ্যুটিং শুরু করেন সন্দীপ রায়।

আজ, ১১ নভেম্বর জানা যায়, আগামী ২৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে হত্যাপুরী। স্বভাবতই, ফেলু প্রেমী থেকে শুরু করে সত্যজিৎ অনুরাগীরা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন নয়া ফেলু ছবির জন্য, এবার দিন ঘোষণা হতেই অপেক্ষার পারদ আরও চড়তে শুরু করল। আজ থেকেই হত্যাপুরী নিয়ে নেট মাধ্যমে রীতিমতো পোস্টের বন্যা বইতে শুরু করেছে। এখন দেখার ফেলুর ভূমিকায় ইন্দ্রনীল এবং জটায়ুর ভূমিকায় অভিজিৎ কতটা দর্শকদের মন জিততে পারেন। উত্তর মিলবে ২৩ ডিসেম্বর।