আইসিসিতে মহারাজ! ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে থেকে গেলেন সৌরভ
আইসিসিতে থেকে গেলেন সৌরভ। সদ্যই বিসিসিআই সভাপতির পদ হারিয়েছেন সৌরভ, সিএবিতে আসার জল্পনা থাকলেও তা সত্য হয়নি। সৌরভ ক্রিকেট প্রশাসক জীবনের ভবিষ্যত নিয়ে সংশয় তৈরি হয়েছে। কিন্তু তখনই আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থার ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে থেকে গেলেন সৌরভ। বিশ্বে ক্রিকেট ছড়িয়ে দিতে এবং ক্রিকেটের প্রসার বাড়াতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্রিকেট বিষয়ক অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেয় এই কমিটি।
প্রসঙ্গত, গত বছর নভেম্বরে আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে বসেন সৌরভ। অন্যদিকে, আইসিসির চেয়ারম্যান পদে টানা দ্বিতীয় বার নির্বাচিত হলেন গ্রেগ বার্কলে। জিম্বাবোয়ের তাভেঙ্গোয়া মুকুলানি শেষ মুহূর্তে লড়াই থেকে সরে যাওয়ায় বার্কলেকে কোনও প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়নি। উল্লেখ্য, এর আগে বার্কলে নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান ছিলেন। ২০২০ সালের নভেম্বরে তিনি প্রথম বার আইসিসির চেয়ারম্যান হন।
আইসিসির আর্থিক এবং বাণিজ্যিক বিষয়ক কমিটির প্রধান হলেন জয় শাহ। আইসিসির সদস্য দেশগুলি কী পরিমাণ লভ্যাংশ পাবে, স্পনসরশিপ চুক্তি কী ভাবে হবে, সে সব ঠিক করবে এই কমিটি।