খেলা বিভাগে ফিরে যান

নওরেম-ক্লেটন জুটির অনবদ্য পারফরম্যান্স, জামশেদপুরের বিরুদ্ধে দুরন্ত জয় ইস্টবেঙ্গলের

November 28, 2022 | < 1 min read

ছবি সৌজন্যেঃ টুইটার/ ইস্টবেঙ্গল

কখনও দুরন্ত জয়। কখনওবা এগিয়ে থেকেও অপ্রত্যাশিত হার। আশাহত হয়েছিলেন ভক্তরা। ধারাবাহিকতার অভাবে ভুগছিল ইস্টবেঙ্গল। আইএসএল ম্যাচে (ISL 2022-23) গতকাল জামশেদপুর এফসির বিরুদ্ধে নেমেছিল ইস্টবেঙ্গল। পয়েন্ট তালিকাতেও তারা ৯ নম্বরে থেকেও জামশেদপুরের বিরুদ্ধে ঘুরে দাঁড়াল লাল-হলুদ শিবির। জামশেদপুর এফসিকে ৩-১ ব্যবধানে হারাল ইস্টবেঙ্গল।

প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় ইস্টবেঙ্গলকে। সুহেরদের অনবদ্য টিম গেমেই গোলের পরিস্থিতি তৈরি হয়েছিল। ২৬ মিনিটের মাথায় নওরেমের ক্রস থেকে গোল করেন ক্লেটন। যদিও প্রথমার্ধের একেবারে শেষ দিকে জামশেদপুরের হয়ে পেনাল্টি থেকে ব্যবধান কমান ইমানুয়েল থমাস।

বিরতির পর অবশ্য ইস্টবেঙ্গল বক্সে চাপ বাড়ায় জামশেদপুর ফরওয়ার্ড লাইন। ডিফেন্সে বেশ কিছু ফাঁকফোঁকরও তৈরি হয়। কিন্তু সেখান থেকে গোল তুলতে পারেনি জামশেদপুর। ৫৮ মিনিটে ফের ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন ক্লেটন সিলভা। এবারও তাঁকে বল বাড়ান নাওরেম মহেশ। তাঁর অনবদ্য পাস বৃথা যেতে দেননি ক্লেটন সিলভা।

জোড়া গোল দেন ক্লেটন। নাওরেম মহেশের অনবদ্য পারফরম্যান্সে স্বস্তিতে ইস্টবেঙ্গল শিবির (East Bengal)। টানা চার ম্যাচে হারল জামশেদপুর এফসি। এই জয়ের ফলে ইস্টবেঙ্গলের পয়েন্ট দাঁড়াল ৮ ম্যাচে ৯।

TwitterFacebookWhatsAppEmailShare

#East Bengal FC, #ISL 2022-23, #Jamshedpur FC

আরো দেখুন