খেলা বিভাগে ফিরে যান

মধ্যপ্রদেশকে ৩০৬ রানে হারিয়ে রঞ্জি ফাইনালে বাংলা, ইডেনে মহারণ মনোজদের

February 12, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: যেন মধুর প্রতিশোধ, গত বছর সেমিফাইনালে মধ্যপ্রদেশের কাছে হারের বদলা নিল মনোজরা। মধ্যপ্রদেশকে ৩০৬ রানে হারিয়ে ফাইনালে গেল বাংলা।


গত তিন মরশুমে এই নিয়ে দ্বিতীয় বার ফাইনালে পৌঁছল বাংলা। বাংলার প্রথম ইনিংসে অনুষ্টুপ ও সুদীপের জোড়া সেঞ্চুরিতে ভর করে ৪৩৮ তোলে বাংলা। এরপর বল হাতে দাপট দেখিয়েছিলেন আকাশ দীপ। আকাশ দীপের ৪২ রানে ৫ উইকেটের আক্রমণে ১৭০ রানে গুটিয়ে যায় মধ্যপ্রদেশ। দ্বিতীয় ইনিংসেও অনবদ্য অনুষ্টুপ মজুমদার, প্রথম ইনিংসে ১২০-র পর; ৮০ করলেন দ্বিতীয় ইনিংসে। দিনের শুরুতে মাত্র ৪ বল খেলেই ঈশান পোড়েল আউট হয়ে যান। দ্বিতীয় ইনিংস শেষে বাংলার স্কোর হয় ২৭৯। মধ্যপ্রদেশের সামনে ৫৪৮ রানের লক্ষ্য রাখে বাংলা।

ম্যাচের তৃতীয় দিনই ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল লক্ষ্মীর ছেলেরা। শেষ দিনে ঘাতক বোলিং করে মধ্যপ্রদেশকে দ্বিতীয় ইনিংসে অল আউট করে দিল বাংলা। ব্যাট হাতে ৬০ রান করার পাশাপাশি বল হাতে বাঁহাতি স্পিনার প্রদীপ্ত প্রামাণিকের ঘূর্ণিতে ভেঙে পড়ে মধ্যপ্রদেশের ব্যাটিং লাইনআপ। মুকেশ কুমার, শাহবাজ আহমেদ ও আকাশ দীপরা বল হাতে শিকার করলেন। প্রদীপ্তর ঝুলিতে গেল পাঁচ উইকেট। দ্বিতীয় ইনিংসে রজত পতিদার, ভেঙ্কটেশ আইয়ার দ্রুত গতিতে রান তুললেও, শেষ রক্ষা হয়নি। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে মাত্র ২৪১ রানেই গুটিয়ে যায় মধ্যপ্রদেশের ইনিংস। ৩০৬ রানে জয়ী হয় বাংলা। এবার ঘরের মাঠ ইডেনেই রঞ্জি ফাইনাল খেলতে নামছে বাংলা। যদিও ফাইনালে বাংলার প্রতিপক্ষ কারা হতে চলছে, তা এখনও নিশ্চিত হয়নি।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলা ৪৩৮ এবং ২৭৯
মধ্যপ্রদেশ ১৭০ এবং ২৪১

TwitterFacebookWhatsAppEmailShare

#Bengal, #Madhya Pradesh, #Ranji Trophy, #final

আরো দেখুন