দেশ বিভাগে ফিরে যান

চোখ রাঙাচ্ছে করোনা, মাস্ক বাধ্যতামূলক দুই রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে

April 9, 2023 | < 1 min read

মাস্ক বাধ্যতামূলক হল হরিয়ানা, কেরল, পুদুচেরিতে
ছবি সৌজন্যে: ANI

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফের চোখ রাঙাতে শুরু করেছে করোনা। গত কয়েক দিন ধরেই করোনার গ্রাফ বেশ ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় গোটা দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৫৭ জন। কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, শনিবার দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ১৫৫। রবিবার তা সামান্য কমেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, করোনার নতুন এক্সবিবি.১.১৬ প্রজাতির কারণে সংক্রমণ বাড়তে পারে। করোনার বাড়বাড়ন্ত দেখে সতর্ক হল বেশ কয়েকটি রাজ্য। আবারও মাস্ক বাধ্যতামূলক করা হল হরিয়ানা, কেরল, পুদুচেরি।

গত শুক্রবার কোভিড নিয়ে বিভিন্ন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয়। করোনা মোকাবিলায় রাজ্যগুলির প্রস্তুতি নিয়ে পর্যালোচনা বৈঠক করা হয়। আগামীকাল ও আগামী পরশু দেশজুড়ে বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলির করোনা মোকাবিলার প্রস্তুতি দেখতে মহড়া হবে। কেন্দ্রের তরফে আশ্বাস দেওয়া হচ্ছে, করোনা মোকাবিলায় দেশ প্রস্তুত রয়েছে। সব সময় পরিস্থিতির পর্যবেক্ষণ চলছে। এরই মধ্যে মাস্কের পথে হাঁটল হরিয়ানা সরকার। তারা জানিয়েছে, এবার থেকে জনসমক্ষে মাস্ক পরতেই হবে। কোভিড বিধি মেনে চলতে হবে। করোনা বিধি মেনে চলা হচ্ছে কিনা, তা নজর রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সন্তানসম্ভবা মহিলা, প্রবীণ নাগরিক এবং অন্য অসুখ রয়েছে এমন মানুষদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করোনা কেরল। পুদুচেরি সরকারও মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। হাসপাতাল, হোটেল, রেস্তরাঁ, বিনোদন ক্ষেত্র, সরকারি দপ্তর, বাণিজ্যিক প্রতিষ্ঠানে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রগুলিকে করোনা টেস্টের সংখ্যা বৃদ্ধি করার নির্দেশ দিয়েছে দিল্লি সরকার।

TwitterFacebookWhatsAppEmailShare

#mask, #covid19, #kerala, #Haryana, #Puducherry

আরো দেখুন