রাজ্য বিভাগে ফিরে যান

জোড়া ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, তেজ আর বিপর্যয় আসছে জুনের দ্বিতীয় সপ্তাহে?

June 1, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ধেয়ে আসতে পারে জোড়া ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগর ও আরবসাগরে জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে দুটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে। জুন মাসের ৮ থেকে ১০ তারিখের মধ্যে ঘূর্ণিঝড় দুটি তৈরি হতে পারে। মৌসম ভবন জানিয়েছে, উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ মায়ানমার উপকূলে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ঘূর্ণাবর্ত শক্তি সঞ্চয় করে নিম্নচাপ ও তারপর তা থেকে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে।

হাওয়া অফিস জানিয়েছে, উত্তর আন্দামান সাগরে সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হচ্ছে। আগামী সপ্তাহে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। তারপর এই নিম্নচাপ শক্তি বাড়াবে। ৮ জুন থেকে ৯ জুনের মধ্যে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, ঘূর্ণিঝড়ের নাম হবে বিপর্যয়। নামটি দিয়েছে বাংলাদেশ। তবে ঘূর্ণিঝড়ের অভিমুখ নিয়ে এখনও নিশ্চিত নন আবহাওয়াবিদরা।

অন্যদিকে, আরেকটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে আরবসাগরে। দক্ষিণ আরবসাগরের ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হবে। তারপর নিম্নচাপটি, গভীর নিম্নচাপে পরিণত হয়ে ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। এর নাম হবে তেজ, ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে ভারত। 

TwitterFacebookWhatsAppEmailShare

#WEST BENGAL WEATHER FORECAST, #cyclone, #Cyclone Tej, #Double Cyclone Alert

আরো দেখুন