প্রযুক্তি বিভাগে ফিরে যান

লাগছে টাকা, সঙ্গে টুইট দেখায় কোপ, Twitter ছেড়ে Thread-এ exodus সাধারণদের

July 7, 2023 | < 1 min read

Twitter ছেড়ে Thread-এ exodus সাধারণদের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ‘থ্রেডস’ নামে একটি নতুন মাইক্রো ব্লগিং সাইট প্রকাশ্যে আনলো মেটা। টুইটারে যে অ্যাকাউন্টগুলো ভেরিফাইড নয় তাদের ভেরিফাইড করতে লাগবে টাকা। শুধু তাই নয়, টুইট দেখতে পাওয়ার সংখ্যার উপরও কোপ দিয়েছে টুইটার কতৃপক্ষ। ‘থ্রেডস’ শুরুতেই সোশ্যাল মিডিয়ায় দারুণ সাড়া ফেলেছে। ইতিমধ্যেই থ্রেডস বাজারে আসতে ৩০ মিলিয়ন সাধারণ মানুষ ব্যবহার করা শুরু করে দিয়েছে। আজ সকালে সেটা জানালেন খোদ মার্ক জুকারবার্গ।

বিশ্বের ১২০টি দেশে এখন থ্রেডস ব্যবহার করা যাবে। টুইটারের আরেক প্রতিদ্বন্দ্বী মাস্টোডনের তিন মাস লেগেছিল ৩ মিলিয়ন গ্রাহক পেতে, কিন্তু থ্রেডস মাত্র কয়েকঘন্টায় ৩০ মিলিয়ন ছাড়িয়ে গেছে।

গুগল প্লে ও অ্যাপ স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করা যাবে। যদি কারও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে থ্রেডসে লগ-ইন করতে পারবেন। ব্যবহারকারীরা ইনস্টাগ্রামে যাদের ফলো করেন, এখানেও একজন ব্যবহারকারী সেই অ্যাকাউন্টগুলো ফলো করতে পারবেন। থ্রেডসকে ডিলিট করতে পারবেন না যদি ইনস্টাগ্রাম থাকে। মেটা কতৃপক্ষ জানিয়েছে ৫০০ ক্যারেক্টারের পোস্ট সহ ছবি, জিফ, ভিডিও আপলোড করা যাবে ‘থ্রেডস’ অ্যাপে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Social Media, #Mark Zuckerberg, #Meta, #threads, #threads app

আরো দেখুন