দেশ বিভাগে ফিরে যান

কাশ্মীর উপত্যকায় বৃদ্ধি পেল বিপন্ন প্রায় হাঙ্গুল হরিণের সংখ্যা

July 15, 2023 | < 1 min read

ছবি সৌজন্যে Wikimedia Commons

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সাম্প্রতিক গণনায় মিলল আশার আলো, কাশ্মীর উপত্যকায় বৃদ্ধি পেল বিপন্ন প্রায় হাঙ্গুল হরিণের সংখ্যা। গত দু’বছরে প্রায় ২৮টি হাঙ্গুল হরিণ বেড়েছে কাশ্মীরে। প্রতি দু’বছর পর পর হাঙ্গুল হরিণের সংখ্যা গণনা করা হয়। ২০২১ সালে এই প্রজাতির হরিণের সংখ্যা ছিল ২৬১টি। চলতি বছর তা বেড়ে হয়েছে ২৮৯। জম্মু ও কাশ্মীরের বন্যপ্রাণ সংরক্ষণ দপ্তর হাঙ্গুল হরিণের গণনা চালিয়েছে। কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের গবেষক, স্বেচ্ছাসেবকরা ছাড়াও ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অব ইন্ডিয়া, ওয়াইল্ড লাইফ এসওএস, ওয়াইল্ডলাইফ রিসার্চ অ্যান্ড কনজারভেটিভ ফান্ড ও ওয়াইল্ডলাইফ প্রোটেকশন ফোর্স গণনার কাজে সামিল হয়েছিল।

উল্লেখ্য, ২০১৫ থেকেই কাশ্মীর উপত্যকায় এই হরিণের সংখ্যা বাড়ছে, সে বছর ১৮৬টি হাঙ্গুল ছিল। ২০১৭ সালে তা বেড়ে হয় ১৯৭। ২০১৯-শে সংখ্যাটা পৌঁছয় ২৩৭। হাঙ্গুল হরিণের সংখ্যা বৃদ্ধি জম্মু ও কাশ্মীরের বন্যপ্রাণ সংরক্ষণের সাফল্যের সাক্ষ্য বহন করে। শিকারগায় সংরক্ষিত প্রজনন কেন্দ্রে হাঙ্গুলের সফল প্রজনন সম্ভব হয়েছে। হাঙ্গুলের সংখ্যা বৃদ্ধিতে এই প্রজনন কেন্দ্র অনুঘটক রূপে কাজ করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kashmir, #Deer, #Hangul deer

আরো দেখুন