রাজ্য বিভাগে ফিরে যান

বাংলার প্রবীণ নাগরিকদের উপর কোপ কেন্দ্রের, বন্ধ ১ লক্ষ বার্ধক্য ভাতা

August 9, 2023 | < 1 min read

বাংলার প্রবীণ নাগরিকদের উপর কোপ কেন্দ্রের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আবারও বঞ্চিত বাংলা। এবার কেন্দ্রীয় সরকারের কোপে প্রবীণ নাগরিকরা।

বাংলার প্রায় ১ লক্ষ প্রবীণ নাগরিকদের বার্ধক্য ভাতা বন্ধ করে দিল কেন্দ্রীয় সরকার। গ্রামোন্নয়ন মন্ত্রক ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগ না হওয়াকে অজুহাত দিলেও সেটা মানতে নারাজ পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ সরকার। তিনি জানান ‘বাংলার মানুষকে প্যাঁচে ফেলতে এটাও কেন্দ্রের এক কৌশল।

ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের (এনএসএপি) অধীনে রাজ্যগুলিকে এই অর্থ দেয় কেন্দ্র। বাংলায় ১০০০ টাকার মধ্যে রাজ্য সরকার দেয় ৭০০ টাকা। বাকি ৩০০ টাকা দেয় কেন্দ্র। গত কয়েক বছর ধরে বাংলার কোটা ছিল ২০.৬৭ লক্ষ। এবার থেকে বাংলার ১৯.৭১ লক্ষ উপভোক্তার জন্য এনএসএপি’র টাকা দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্র। এক ধাক্কায় বাংলার এক লক্ষ প্রবীণের বার্ধক্যভাতা বন্ধ করে দিয়ে তাদের বিপদের দিকে ঠেলে দিল কেন্দ্রীয় সরকার।

পঞ্চায়েত দপ্তর জানাল নতুন করে আরও ১ লক্ষ প্রবীণকে বার্ধক্য ভাতা দেওয়ার উদ্যোগ নিচ্ছে রাজ্য। দুয়ারে সরকার শিবিরে বার্ধক্য ভাতাকে বিশেষ গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #senior citizens, #old age pension, #modi govt

আরো দেখুন