দেশ বিভাগে ফিরে যান

কোন দশ দেশের মুদ্রার মূল্য ভারতের টাকার চেয়ে কম?

September 6, 2023 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিদেশ ভ্রমণে বাঁধা হচ্ছে টাকা? জানেন কি পৃথিবীতে এমন অনেক দেশ রয়েছে, যাদের মুদ্রার মূল্য ভারতের টাকার চেয়ে কম। সে’সব দেশে ঘুরলে বিদেশে ঘোরাও হবে, আবার পকেট বান্ধব ভ্রমণও করা যাবে। তবে একেবারে সস্তার তিন অবস্থা নয়! সে’সব দেশও প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর।

জানেন কোন দেশগুলির কথা হচ্ছে? দেখে নিন এক নজরে

  • ইন্দোনেশিয়া: নীল জলের সমুদ্র আর দ্বীপ নিয়ে জম্পেশ জায়গা ইন্দোনেশিয়া। ভারতের এক টাকা ইন্দোনেশিয়ার রুপিয়ায় ১৮৪.৭৫-র সামিল।
  • ভিয়েতনাম: গুহা, যুদ্ধ মিউজিয়াম, ফরাসি ঔপনিবেশিক স্থাপত্য; ভিয়েতনামে গেলে এসব চাক্ষুষ করতে পারবেন। ভারতীয় মুদ্রায় এক টাকা ২৯২.৪৫ ভিয়েতনামি ডংয়ের সমতুল্য।
  • শ্রীলঙ্কা: পাহাড়, সমুদ্র, জঙ্গল সবই রয়েছে শ্রীলঙ্কায়। বিদেশ ভ্রমণ হিসেবে একেবারে মন্দ নয়। ভারতের এক টাকার মূল্য শ্রীলঙ্কার রুপিতে প্রায় ৩.৮৯।
  • নেপাল: পাহাড়প্রেমীদের জন্য এই প্রতিবেশী দেশ ভ্রমণ আদৰ্শ। নেপাল ভ্রমণে মাউন্ট এভারেস্ট দেখাও জীবনের সেরা অভিজ্ঞতা হয়ে থাকবে। ভারতের এক টাকা সেদেশের ১.৫৮ রুপির সমান।
  • কম্বোডিয়া: পাথরের তৈরি অঙ্করভাট মন্দির কম্বোডিয়ার সেরা আকর্ষণ। নানাবিধ মিউজিয়াম দেখতে পারেন কম্বোডিয়া ট্যুরে আর সে’দেশের নানা ধরনের খাবার চেখে দেখতে পারেন। ভারতীয় মুদ্রায় এক টাকা ৪৯.২৯ কম্বোডিয়ান রিয়েলের সমান।
  • জাপান: ভ্রমণপ্রেমীদের অন্যতম সেরা ঠিকানা জাপান। ইতিহাস এবং অত্যাধুনিক প্রযুক্তির এতো সুন্দর মিশেল জাপান ছাড়া অন্য কোথাও চোখে পড়ে না। ভারতের এক টাকা ১.৭৭ জাপানি ইয়েনের সমতুল্য।
  • হাঙ্গেরি: রোম ও তুর্কি সংস্কৃতির প্রভাব হাঙ্গেরিকে অনন্য করে তুলেছে। চোখ ধাঁধানো স্থাপত্য এখানকার সেরা আকর্ষণ। সে’দেশের রাজধানী বুডাপেস্ট অপরূপ সৌন্দর্য্যের ডালি সাজিয়ে যেন অপেক্ষা করে। ভারতীয় মুদ্রায় এক টাকা ৪.২৮ হাঙ্গেরিয়ান ফরিন্টের সমান।
  • প্যারাগুয়ে: আধুনিক শহর আর প্রাকৃতিক শোভার যুগলবন্দী প্যারাগুয়েকে অন্যতম সেরা ভ্রমণ ঠিকানা করে তুলেছে। ভারতের এক টাকা প্রায় ৮৬.৬৮ প্যারাগুয়ান গুয়ারানির সমান।
  • কোস্টা-রিকা: সমদ্রতট, উপকূল, ঘন জঙ্গল, বন্য প্রাণ এবং আগ্নেয়গিরি কী নেই কোস্টা-রিকায়। সে’দেশের মনোরম ক্রান্তীয় আবহাওয়াও আকর্ষণের একটি কারণ। ভারতীয় মুদ্রায় এক টাকা ৬.৩৬ কোস্টা-রিকান কোলনের সমান।
  • মঙ্গোলিয়া: প্রাকৃতিক শোভা, নীল দিগন্ত বিস্তৃত আকাশ যেন ছবির মতো, মঙ্গোলিয়া ভ্রমণ মনকে সতেজ করে তুলতে পারে। ভারতের এক টাকা ৩১.৭০ মঙ্গোলিয়ান টুগ্রিকের সমান

আন্তর্জাতিক বাজারে ২৯।০৮।২০২৩ তারিখের ভারতীয় মুদ্রার মূল্য অনুযায়ী অন্যান্য দেশের মুদ্রার মূল্য নির্ধারিত হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#price, #Indian Rupee, #foreign, #currency, #cheapest currencies

আরো দেখুন