রাজ্য বিভাগে ফিরে যান

অর্থবর্ষের প্রথম ৩ মাসে বিপুল লগ্নি বাংলায়, কী বলছে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক?

September 11, 2023 | < 1 min read

অর্থবর্ষের প্রথম ৩ মাসে বিপুল লগ্নি বাংলায়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চলতি অর্থ বছরে এপ্রিল থেকে জুন পর্যন্ত, অর্থাৎ প্রথম তিন মাসে ৪৩৮ কোটি টাকার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে বাংলায়। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক বলছে, এক নাগাড়ে তিন বছরে বাংলায় আসা প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ অর্থাৎ এফডিআইয়ের পরিমাণ ১১ হাজার কোটি টাকার গন্ডি ছাড়াল। গত ২০২০-২১ অর্থবর্ষ থেকে বাংলায় আসা এফডিআইয়ের পরিমাণ ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে।

কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ২০২০-২১ অর্থবর্ষে বাংলায় এফডিআই এসেছিল ৩ হাজার ১১৮ কোটি টাকার। ২০২১-২২ অর্থবর্ষে এফডিআইয়ের পরিমাণ হয় ৩ হাজার ১৯৫ কোটি টাকা। গত অর্থবর্ষে তা বেড়ে ৩ হাজার ২১৭ কোটি টাকায় পৌঁছয়। কেন্দ্রের তথ্য বলছে, ২০১৭-১৮ অর্থবর্ষে বাংলায় এফডিআই ছিল ১ হাজার ৪০৯ কোটি টাকার। বিগত তিন বছরে বাংলা অনেকটাই বিদেশি লগ্নি টানার ক্ষেত্রে এগিয়েছে। ২০১৯-র অক্টোবর থেকে ২০২৩-র মার্চ মাস পর্যন্ত বাংলায় প্রায় ১০ হাজার ৯০০ কোটি টাকার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে।

শিল্পমহলের বক্তব্য, লগ্নি কখনও রাতারাতি আসে না। প্রশাসনের ভাবমূর্তি যত ভাল, শিল্পনীতি যত আকর্ষণীয়, বিনিয়োগ তার উপর নির্ভর করে। বিশ্ব ব্যাঙ্কের ‘ইজ অব ডুইং বিজনেস’ প্রতিযোগিতা গত কয়েক বছরে বাংলা সামনের সারিতে এসেছে। যা বাংলায় বিনিয়োগের পথকে সুগম করে তুলছে। এফডিআই টানার নিরিখে দেশে দশম স্থানে বাংলা। রাজ্যের বাণিজ্য সম্মেলনও লগ্নির ভাবমূর্তি উজ্জ্বল করেছে বলে দাবি অনেকেরই।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Bengal, #investment, #Central report

আরো দেখুন