কলকাতা বিভাগে ফিরে যান

লোকসভার পর রাজ্যসভা, শীতকালীন বৈঠকে সাসপেন্ড বেশ কিছু বিরোধী সাংসদ

December 18, 2023 | 2 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: লোকসভার পর এদিন রণদীপ সুরজেওয়ালা, জয়রাম রমেশ সহ ৩০ জনের বেশি বিরোধী সদস্যকে শীতকালীন অধিবেশনের বাকি অংশের জন্য রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয়েছে। জানা যাচ্ছে, তৃণমূল সংসদ সুখেন্দু শেখর রায়, শান্তনু সেন, মৌসম নূর, সামিরুল ইসলামও এই তালিকায় আছেন।

বিরোধী-হীন সংসদের সাসপেন্ড করে দিয়ে , সরকার এখন মূল আইনগুলিকে বুলডোজ করতে পারে, বিরোধীদের মতবাদ চূর্ণ করতে পারে, বলেছেন বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে।

সোমবার রাজ্যসভা থেকে বরখাস্ত হয়েছেন মোট ১১ বিরোধী সাংসদ। আজ বিকেল অবধি রাজ্যসভা থেকে মোট ৪৫ জন বিরোধী সদস্য সাসপেন্ড হয়েছেন। লোকসভা থেকে মোট ৪৬ জন বিরোধী সদস্য সাসপেন্ড। সবমিলিয়ে সংসদের দুই কক্ষ থেকে মোট ৯২ জন বিরোধী দলের সদস্য সাসপেন্ড হয়েছেন।

আজ রাজ্যসভা থেকে সাসপেন্ড ৪৫ বিরোধী সদস্যের তালিকা:

  • জয়রাম রমেশ (কংগ্রেস)
  • রণদীপ সিং সুরজেওয়ালা (কংগ্রেস)
  • প্রমোদ তিওয়ারি (কংগ্রেস)
  • কেসি ভেনুগোপাল (কংগ্রেস)
  • শক্তিসিংহ গোহিল (কংগ্রেস)
  • অমি ইয়াজনিক (কংগ্রেস)
  • নারানভাই জে রাথওয়া (কংগ্রেস)
  • রজনী অশোকরাও পাতিল (কংগ্রেস)
  • রঞ্জিত রঞ্জন (কংগ্রেস)
  • ইমরান প্রতাপগড়ী (কংগ্রেস)
  • সৈয়দ নাসির হোসেন (কংগ্রেস)
  • ফুলো দেবী নেতাম (কংগ্রেস)
  • জেবি মেথর (কংগ্রেস)
  • এল হনুমন্থাইয়া (কংগ্রেস)
  • নীরজ ডাঙ্গি (কংগ্রেস)
  • রজনী অশোকরাও পাতিল (কংগ্রেস)
  • কুমার কেতকর (কংগ্রেস)
  • জিসি চন্দ্রশেখর (কংগ্রেস)
  • সুখেন্দু শেখর রায় (তৃণমূল কংগ্রেস)
  • মোহাম্মদ নাদিমুল হক (তৃণমূল কংগ্রেস)
  • সান্তনু সেন (তৃণমূল কংগ্রেস)
  • আবির রঞ্জন বিশ্বাস (তৃণমূল কংগ্রেস)
  • মৌসম নূর (তৃণমূল কংগ্রেস)
  • প্রকাশ চিক বারাইক (তৃণমূল কংগ্রেস)
  • সামিরুল ইসলাম (তৃণমূল কংগ্রেস)
  • এম শানমুগাম (ডিএমকে)
  • এন আর এলাঙ্গো (ডিএমকে)
  • কানিমোঝি এনভিএন সোমু (ডিএমকে)
  • এম এম আবদুল্লাহ (ডিএমকে)
  • আর. গিরিরাজন (ডিএমকে)
  • ভি. শিবদাসন (সিপিএম)
  • এএ রহিম খান (সিপিএম)
  • জন ব্রিটাস (সিপিএম)
  • মনোজ কুমার ঝা (আরজেডি)
  • ডাঃ. ফাইয়াজ আহমেদ (আরজেডি)
  • রাম নাথ ঠাকুর (জেডিইউ)
  • অনিল প্রসাদ হেগড়ে (জেডিইউ)
  • রাম গোপাল যাদব (এসপি)
  • জাভেদ আলী খান (এসপি)
  • বিনয় বিশ্বম (সিপিআই)
  • পি সন্তোষ কুমার (সিপিআই)
  • মহুয়া মাঝি (জেএমএম)
  • জোসে কে. মানি (কেসিএম)
  • অজিত কুমার ভূঁইয়া (এজিএম)
  • বন্দনা চবন (এনসিপি)

গত সপ্তাহে, ১৪ জন সাংসদকে সংসদ থেকে বরখাস্ত করা হয়েছিল যার মধ্যে রয়েছে:

  • হিবি ইডেন (কংগ্রেস)
  • জোথিমনি (কংগ্রেস)
  • রম্য হরিদাস (কংগ্রেস)
  • ডিন কুরিয়াকোস (কংগ্রেস)
  • ভি কে শ্রীকন্দন (কংগ্রেস)
  • বেনি বেহানান (কংগ্রেস)
  • মোহাম্মদ জাওয়াইদ (কংগ্রেস)
  • মানিকম ঠাকুর (কংগ্রেস)
  • পিআর নটরাজন (সিপিআই-এম)
  • কানিমোঝি (ডিএমকে)
  • কে সুব্বারায়ণ (সিপিআই)
  • এস আর পার্থিবন (ডিএমকে)
  • এস ভেঙ্কটেসন (সিপিআই-এম)
  • তৃণমূলের ডেরেক ও’ব্রায়েনকে রাজ্যসভা থেকে বরখাস্ত করা হয়েছে
TwitterFacebookWhatsAppEmailShare

#Rajya Sabha, #Parliament, #opposition, #Winter Session, #parliament winter session, #suspended mp

আরো দেখুন