বিনোদন বিভাগে ফিরে যান

জিতের ছেলের নাম কি জানেন? মকর সংক্রান্তিতে প্রকাশ্যে সদ্যোজাতর ছবি

January 16, 2024 | 2 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: মকর সংক্রান্তিতে অনুরাগীদের সুখবর দিলেন জিৎ। এদিনে প্রকাশ্যে আনলেন নিজের একরত্তিকে। ছেলেকে কোলে নিয়ে ছবি পোস্ট করলেন তিনি। তবে সেই ছবিতে মুখ ঢাকা অবস্থায় দেখা যায় সদ্যোজাতকে।

এতোদিন পর্যন্ত ছেলের মুখ দেখাননি জিৎ৷ তবে পিঠেপুলির দিনে তিনি ছেলের ছবি পোস্ট করে ভক্তদের দিলেন মিষ্টি উপহার। ছবিতে সদ্যজাতকে আদরে-চুমুতে ভরিয়ে দিতে দেখা গিয়েছে সুপারস্টারকে৷

শুধু ছেলের ছবি নয়, নামও প্রকাশ করেন অভিনেতা। ছেলের নাম রেখেছেন রোনভ। রোনভ শব্দের অর্থ সুপুরুষ বা সুন্দর ৷

ছেলের ছবি সমাজ মাধ্যমে প্রকাশ্যে এনে জিৎ লেখেন, ‘‘বিশেষ দিনের বিশেষ বার্তা। আসুন, রণভের সঙ্গে পরিচয় করিয়ে দিই। ও আপনাদের স্বাগত জানাচ্ছে।’’

এর আগে ২০১২ সালে ১৬ অক্টোবর জিতের পরিবারে এসেছিল ছোট্ট অতিথি৷ সেবারে জিৎ- মোহনার কোল আলো করে এসেছিল মেয়ে নবন্যা।

মকর সংক্রান্তির দিন হাসপাতালে সদ্যোজাতকে দেখতে গিয়েছিলেন জিৎ। সংক্রমণের সুরক্ষায় মাথায় ক্যাপ মুখে মাস্ক পড়েছিলেন। ওই ভাবেই বুকে জড়িয়ে নিয়েছিলেন দ্বিতীয় সন্তানকে। সেই ছবি এদিন সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অভিনেতা।

বাবা-ছেলের মিষ্টি মুহূর্তের ছবি দেখে ভক্তরা উচ্ছাসে ফেটে পড়ে। খুশি তারকা সহ-অভিনেতারাও। জিতের পোস্টের কমেন্ট বক্সে ভালবাসা, শুভেচ্ছা, আশীর্বাদে ভরিয়ে দিয়েছেন সকলে। যাই হোক, এক মেয়ে ও এক ছেলেকে নিয়ে জিতের এখন সুখের সংসার৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Son, #Tollywood, #child, #Jeet

আরো দেখুন