রাজ্য বিভাগে ফিরে যান

আরও সুরক্ষিত উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র, কী ব্যবস্থা সংসদের?

February 15, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস যারা করেছিলেন, তাদের কিউআর কোডের সাহায্যে চিহ্নিত করা গিয়েছিল। আগামীকাল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক, তার আগে প্রশ্ন ফাঁস রুখতে তৎপর সংসদ। উচ্চ মাধ্যমিকের সুরক্ষা আরও বেশি।

উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে বিশেষ সিরিয়াল নম্বর রাখা হচ্ছে। যা কিউআর কোড বা বারকোডের মতো সুরক্ষা দেবে। এই ব্যবস্থার কার্যকারিতা নিয়ে আত্মবিশ্বাসী সংসদ। মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রগুলিও কোন সেন্টারে, কোন ঘরে পৌঁছচ্ছে, তা জানা যাবে। উত্তরপত্রে লেখা সিরিয়াল নম্বর থেকে জানা যাবে; সেই প্রশ্ন কোন পরীক্ষার্থীর কাছে পৌঁছেছে। সোশাল মিডিয়ায় ভাইরাল করা হলে, সহজেই চিহ্নিত করা যাবে ভাইরালকারীকে।

উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে স্পর্শকাতর কেন্দ্রগুলি চিহ্নিত করে, সেগুলিকে বাড়তি নজরদারির আওতায় আনা হয়েছে। মেটাল ডিটেক্টর, রেডিও ফ্রিকোয়েন্সি ডিভাইসের মাধ্যমে চলবে নজরদারি। ফলে মোবাইল ফোন বা অন্য বৈদ্যুতিন যন্ত্রাদি নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে গেলে, তা ধরা পড়বে। মাধ্যমিকে এই ব্যবস্থা ছিল না। এক কথায়, প্রশ্ন ফাঁস রুখতে সব রকম ব্যবস্থা নিচ্ছে সংসদ।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #higher secondary examination, #students, #question papers, #special serial numbers

আরো দেখুন