রাজ্য বিভাগে ফিরে যান

দেওয়ালে দেওয়ালে ছড়ার লড়াই! সরগরম নবদ্বীপের ভোটযুদ্ধ

March 20, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ছড়া আর ভোটের সম্পর্ক সুদীর্ঘ, সেই প্রমাণ রয়েছে বঙ্গ রাজনীতির ইতিহাসে। কংগ্রেস আমল থেকে বঙ্গের ভোটে দেওয়ালে দেওয়ালে শোভা পেত রাজনৈতিক ছড়া। আজও সেই ইতিহাস অক্ষত। সোশ্যাল মিডিয়ার যুগেও নবদ্বীপের দেওয়ালে ছড়ায় ছড়ায় রাজনৈতিক যুদ্ধ চলছে। ছড়ার লড়াইয়ে বেশ কিছুটা এগিয়ে তৃণমূল কংগ্রেস।

তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর সমর্থনে দেওয়াল লিখনে উঠে এসেছে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, রূপশ্রী-সহ বিভিন্ন প্রকল্পের কথা। রয়েছে ব্যঙ্গচিত্র। রামচন্দ্রের হাত চেপে ধরে আছেন মোদী, এমন ছবিও দেওয়ালে দেখা যাচ্ছে। রামচন্দ্র বলছেন, ‘ছাড় আমায় ছাড়, নিজের ক্ষমতায় অন্তত একটি নির্বাচনে লড়ে দেখা।’ কোথাও লেখা হয়েছে, ‘রামমন্দির তৈরি হল, এখনও তুই বেকার? কী দরকার কষ্ট করে লেখাপড়া শেখার?’ ‘একটা ফুটো বাটি হাতে রামের কাছে যা, সার্টিফিকেট ঘরে রেখে ভিক্ষা করে খা।’

ভোটারদের বক্তব্য, ছড়া ও ছবিতে প্রচার তাঁদের ভাল লাগছে। অন্যদিকে, দেওয়াল লিখনে বেশ পিছিয়ে বামেরা। সিপিএমের নবদ্বীপ এরিয়া কমিটির সম্পাদক বেচুগোপাল সিংহ রায় বলছেন, দেওয়াল চুন করে রেখেছেন। তৃণমূল নেতৃত্বর বক্তব্য, ভোটের আগে মিথ্যা প্রতিশ্রুতি দেয়, ১৫ লাখ ঢুকে যাবে, বছরে দু’কোটি বেকারের চাকরি দেব। নারী সুরক্ষা নিয়ে বিজেপি বড় বড় কথা বলে, অথচ মণিপুরে নারীদের উপর অমানবিক নির্যাতন হচ্ছে। সেগুলো দেওয়ালে তুলে ধরা উচিত। সেগুলিই তৃণমূল দেওয়াল লিখনে তুলে ধরছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Wall Graffiti, #tmc, #Nabadwip, #Loksabha Election 2024, #Rhymes

আরো দেখুন