বিনোদন বিভাগে ফিরে যান

গানে সুরে আরও রঙিন হোক রঙের উৎসব, রইল কিছু ঝলক

March 25, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দক্ষিনী হাওয়ায় শিমুল-পলাশের বসন্তের হাতছানি। সেই বসন্তের রঙে ও পুরোনো-নতুন গানের সুরে এবারের দোল রঙিন হয়ে উঠুক মন।

দোলের হৈ হুল্লোড় নিয়ে গান, কিছু আবেগ, কিছু আবেশ, কিছু স্মৃতি, গানে কথায় রইল তারই কিছু ঝলক

রঙ শুধু দিয়ে গেলে 

মান্না দে ও অরুন্ধতি হোম চৌধুরির গাওয়া ‘তিলোত্তমা’ ছবির এই গানটি মনে রঙ লাগিয়ে যায় আপন ভাবেই।

ও শ্যাম যখন 

‘বসন্ত বিলাপ’-এর এই গান ভুলে যাওয়ার সাধ্য কারুর নেই। পর্দার ওপার থেকে রঙ লেগে যায় অন্তরেও, একেবারে হুল্লোড় করে।

বসন্ত এসে গেছে 

‘চতুষ্কোণ’ সিনেমার এই পরম জনপ্রিয় গানটির মাধুর্য শুধু হোলি নয়, সমগ্র বসন্তকালের রঙে রাঙিয়ে তোলে মন।

হোলি হ্যায়

তরুণ মজুমদারের ‘দাদার কীর্তি’ ছবির এই গানটি তালিকায় না রাখলে অন্যায় হবে। যেমন অনায়াস দুই ভাষার মেলবন্ধন, তেমনই অপূর্ব সুরের সংমিশ্রণ।

খেলবো হোলি রঙ দেবো না – একান্ত আপন

এই সিনেমাতে অভিনয় করেছেন অপর্না সেন, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া

বসন্ত বাতাসে সইগো 

শাহ আব্দুল করিমের এই গানটি বাঙালির বসন্ত উৎসবের মজ্জায় মজ্জায়। দোহারের সুর দেওয়া ভার্সনটি শুনলে আপনার দিন হয়ে উঠবে ফুরফুরে। 

রবীন্দ্রনাথের গান

এছাড়াও রবীন্দ্রনাথের লেখা বহু গান দোলের সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে। ‘ওরে গৃহবাসী’ হোক কিংবা ‘নীল দিগন্তে’, ‘আজ খেলা ভাঙার খেলা’ কিংবা ‘ফাগুন লেগেছে বনে বনে’ – বসন্ত ঋতুকেও ভালোবাসতে শিখিয়ে গেছেন কবি। শান্তিনিকেতনেও বসন্ত উৎসবে রবি ঠাকুরের এই গাঙ্গুলি মাস্ট। 

ওরে গৃহবাসী 

নীল দিগন্তে 

ফাগুন লেগেছে বনে বনে

আজি দখিন দুয়ার খোলা

ফাগুন হাওয়ায় হাওয়ায়

TwitterFacebookWhatsAppEmailShare

#arunduti hom chowdhury, #rabindrasangeet, #Bosonto utsob, #holi songs, #manna de

আরো দেখুন