রাজ্য বিভাগে ফিরে যান

একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রতিটি সেমিস্টারেই পাশ বাধ্যতামূলক

April 1, 2024 | < 1 min read

উচ্চমাধ্যমিকে প্রথম সেমিস্টারে বাধ্যতামূলক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উচ্চ মাধ্যমিক স্তরের প্রতিটি সেমিস্টারে পাশ-ফেল বাধ্যতামূলক হচ্ছে, এমনই সিদ্ধান্ত নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education)। শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করবে সংসদ। একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রতিটি সেমিস্টারেই বাধ্যতামূলক হতে চলেছে পাশ। পাশ করলে তবেই পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ হওয়া যাবে। জাতীয় শিক্ষানীতির ভিত্তিতে রাজ্য শিক্ষানীতির সুপারিশে বাংলায় প্রথম সেমিস্টার পদ্ধতি লাগু হতে চলেছে।

শিক্ষা সংসদ সূত্রে খবর, চলতি বছরের নভেম্বরে এবং আগামী মার্চে একাদশ শ্রেণির ২টি সেমিস্টার হবে। ২০২৫-র নভেম্বেরে দ্বাদশ শ্রেণির প্রথম সিমেস্টার ও ২৬-র মার্চে দ্বাদশের দ্বিতীয় সেমিস্টার নিয়ে উচ্চমাধ্যমিক হবে। প্রথম সেমিস্টার পাশ করলে, পরবর্তী সেমিস্টারে পরীক্ষার্থীরা বসতে পারবে।

সেমিস্টার প্রক্রিয়াতেও মূল্যায়নের মান বজায় রাখা সুনিশ্চিত করার উপরে জোর দিচ্ছে সংসদ।দেশের মধ্যে বাংলাতেই প্রথম স্কুলস্তরে সেমিস্টার পদ্ধতি শুরু করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #higher secondary examination, #HS Exam, #HS Examination

আরো দেখুন