রাজ্য বিভাগে ফিরে যান

বাংলায় আরও ৫৯ হাজার মানুষের চাকরি যাবে? হুমকি BJP বিধায়কের, দেখুন ভিডিও

April 25, 2024 | < 1 min read

বাংলায় আরও ৫৯ হাজার মানুষের চাকরি যাবে? হুমকি BJP বিধায়কের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলায় তারিখের রাজনীতির আমদানি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, গত দু’বছরে বারবার এক একটি তারিখ বলে নানান দাবি করেছেন শুভেন্দু। ক’দিন আগেই বলেছিল বোমা পড়বে। তারপরই রাজ্যের ২৬,০০০ শিক্ষকের চাকরি গিয়েছে কোর্টের রায়ে। এবার আরও এক বিজেপি বিধায়ক প্রকাশ্যে দাবি করছেন ৩০ এপ্রিল আরও ৫৯ হাজার মানুষের চাকরি যাবে। এখন শুধু সময়ের অপেক্ষা।

ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা (amarnath sakha) ভোটের মুখে প্রকাশ্য সভামঞ্চ থেকে চাকরি খোয়ানোর দিন বেঁধে দিলেন তিনি। বিধায়কের এহেন বক্তব্যে তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে। গেরুয়া বিধায়ক অমরনাথ শাখার দাবী, “আগামী ৩০ এপ্রিল এ রাজ্যের আরও ৫৯ হাজার মানুষ চাকরি হারাবেন। এখন শুধু সময়ের অপেক্ষা”। কী করে এমন দাবি করছেন বিধায়ক? উঠছে প্রশ্ন। তবে কি আদালত বিজেপির আজ্ঞাবহ দাসে পরিণত হল যে আগাম রায় জেনে যাচ্ছেন বিজেপি (BJP) নেতা-মন্ত্রীরা?

TwitterFacebookWhatsAppEmailShare

#Loksabha Election 2024, #Viral video, #job, #bjp, #BJP MLA, #amarnath sakha

আরো দেখুন