খেলা বিভাগে ফিরে যান

প্রথম বার বিশ্বকাপ জয়ের স্বপ্নে প্রথম ম্যাচেই ধাক্কা খেল হরমনপ্রীতরা, ৫৮ রানে হারল কিউয়িদের কাছে

October 5, 2024 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মহিলাদের টি-২০ বিশ্বকাপে শুরুতেই জোর ধাক্কা খেল ভারত। শুক্রবার গ্রুপ এ’র ম্যাচে হরমনপ্রীত কাউরদের ৫৮ রানে হারাল নিউজিল্যান্ড। ১৬১ রানের টার্গেট তাড়া করে ভারত থামল ১০২ রানে। এই পরাজয়ের ফলে রীতিমতো চাপে পড়ে গেল টিম ইন্ডিয়া। রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে নামবেন স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মারা। ফলে নিউজিল্যান্ড ম্যাচে হারের হ্যাঙ্গোভার এত দ্রুত কাটানো সম্ভব কিনা সেই নিয়ে প্রশ্ন থাকছেই।

অনেকে মনে করছেন, নিজেদের কাজ নিজেরাই কঠিন করে ফেলল ভারতীয় মহিলা ক্রিকেট দল। টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্রি হারের পর আদৌ তাঁরা সেমিফাইনালে পৌঁছাবে কিনা সেই নিয়েই প্রশ্নচিহ্ন তৈরি হল। ওপেনাররা যে শুধু ব্যর্থ হলেন, তাই নয়। গোটা দলই ব্যর্থ বলা যায়। বোলিং থেকে ব্যাটিং, তেমন নজরকাড়া পারফরমেন্স আসেনি কারোর থেকেই। গ্রুপে একাধিক শক্তিশালী দল থাকায়, খাদের কিনারায় দাঁড়িয়ে হরমনপ্রীত কৌরের দল।

টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউ জ়িল্যান্ড। প্রথম থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল সোফি ডিভাইনদের কৌশল। শুরু থেকে চালিয়ে খেলতে শুরু করেন ওপেনারেরা। পাওয়ার প্লে-র ছয় ওভারে বিনা উইকেটে ৫৫ রান তুলে নেয় নিউজ়িল্যান্ড। বোলারেরা দিশেহারা হয়ে পড়েছিলেন। দোসর হয় খারাপ ফিল্ডিং।

ষষ্ঠ ওভারের পঞ্চম বলে লোপ্পা ক্যাচ ফেলেন উইকেটকিপার রিচা ঘোষ। অরুন্ধতী রেড্ডির বল লেগ সাইডে খেলতে গিয়েছিলেন সুজি বেটস। বল ব্যাটের কানায় লেগে আকাশে উঠে গিয়েছিল। সহজ ক্যাচ ছিল। সেটাই ফেলে দেন রিচা। তার আগেই রেণুকা সিংহের হাতের ফাঁক দিয়ে বল গলে চার হয়। অষ্টম ওভারে নিউ জ়িল্যান্ডকে ধাক্কা দেন অরুন্ধতী। শ্রেয়াঙ্কা পাতিলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বেটস (২৭)। নবম ওভারের প্রথম বলেই আর এক ওপেনার জর্জিয়া প্লিমারকে (৩০) ফেরান আশা শোভনা। পর পর দু’টি উইকেট হারিয়ে নিউ জ়িলল্যান্ডের রানের গতি কিছুটা কমে।

১৪তম ওভারের শেষ বলে তৈরি হয় নাটক। দীপ্তি শর্মার বল লং-অফের দিকে ঠেলে এক রান নিয়েছিলেন অ্যামেলিয়া কের। হরমনপ্রীত বল ধরে ফেলেন। তার পরে দ্বিতীয় রান নিতে দৌড়ন কের। হরমনপ্রীত সঙ্গে সঙ্গে উইকেটকিপার রিচার দিকে বল ছুড়ে দেন। রিচা রান আউট করেন কেরকে। কিউয়ি ব্যাটার নিজেকে আউট মনে করে সাজঘরে ফিরতে শুরু করলেও আম্পায়ারেরা ডেকে নেন তাঁকে। আউট দেননি। হরমনপ্রীত প্রতিবাদ করলেও তাঁকে জানানো হয়, তিনি বল ধরার সঙ্গে সঙ্গে সেটি ‘ডেড’ হয়ে গিয়েছে। ফলে কেরের রান আউট বৈধ নয়। হরমনপ্রীত একেবারেই খুশি হতে পারেননি সিদ্ধান্তে।

নিউ জ়ি ল্যান্ডের রানের গতি বাড়ে শেষের দিকে। চালিয়ে খেলতে থাকেন অধিনায়ক সোফি। দীপ্তিকে এক ওভারে তিনটি চার মারেন। কোনও বোলারকেই রেয়াত করছিলেন না। শেষ ওভারে অর্ধশতরান পূরণ করেন। অপরাজিত থাকেন ৩৬ বলে ৫৭ রানে।

জেস কেরকে প্রথম বলে চার মেরে শুরুটা ভাল করেছিলেন স্মৃতি মন্ধানা। ভারত প্রথম উইকেট হারায় দ্বিতীয় ওভারের প্রথম বলেই। ফেরেন শেফালি বর্মা (২)। এক ওপেনারকে হারিয়ে রানের গতি কমে যায় ভারতের। পঞ্চম ওভারে ফেরেন স্মৃতি (১২)। ষষ্ঠ ওভারে হরমনপ্রীত (১৫) ফিরতে চাপে পড়ে ভারত।

রানের গতি ক্রমশ কমছিল। ফলে সাহসী শট খেলতে গিয়ে একের পর এক উইকেট দিতে থাকেন ব্যাটারেরা। ব্যর্থ হন জেমাইমা রদ্রিগেস (১৩), রিচা (১২), দীপ্তি (১৩)।

TwitterFacebookWhatsAppEmailShare

#world cup, #Women T20, #IND vs NZ

আরো দেখুন