খেলা বিভাগে ফিরে যান

আজ ক্রিকেটের মহারণে মুখোমুখি ভারত-পাক, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির হারের বদলা নিতে পারবেন রোহিত-কোহলিরা?

February 23, 2025 | 1 min read

২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির হারের বদলা নিতে পারবেন রোহিত-কোহলিরা? ছবি সৌজন্যে: AP

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ ক্রিকেটের ডার্বি। ভারত বনাম পাকিস্তানের বাইশ গজে লড়াই দেখার জন্য উত্তেজনার পারদ ফুটছে। চিরপ্রতিদ্বন্দ্বী দু’দেশ মুখোমুখি হওয়া মানেই থমথমে আবহ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজকের ম্যাচ ভারতের কাছে প্রতিশোধের ম্যাচ। ২০১৭ সালে এই ট্রফির ফাইনালে বিরাট কোহলির দলকে দুরমুশ করেছিল পড়শীরা। আট বছর পর পাল্টা ফিরিয়ে দেওয়ার সুযোগ বিরাটদের সামনে।

দলের শক্তি ও ফর্মের বিচারে দৃষ্টিভঙ্গির ফেভারিট ভারতই। প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেয়েছে ভারত। শুভমান গিল সেঞ্চুরি করেছেন। রোহিত, রাহুল রান পেয়েছেন। আট নম্বর পর্যন্ত ব্যাটার নিয়ে নামছে ভারত। মহম্মদ সামি নিয়েছেন পাঁচ উইকেট। হর্ষিত রানাও নজর কেড়েছেন। তৃতীয় পেসারের দায়িত্ব সামলাচ্ছেন হার্দিক পান্ডিয়া। তিন স্পিনার রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেলর সঙ্গে কুলদীপ যাদব থাকছেন প্রথম একাদশে।

পাকিস্তান নিউজিল্যান্ডের কাছে উদ্বোধনী ম্যাচে ৬০ রানে হেরেছে। আর একটা পরাজয় মানেই সেমি-ফাইনালের দৌড় থেকে ছিটকে যাবে আয়োজক দেশ। আজ, বাবররা খেলবেন দুবাইয়ে। সাধারণত এমন হয় না, আয়োজক দেশকে অন্যত্র গিয়ে গ্রুপের ম্যাচ খেলতে হবে। ব্যাটিং-বোলিং, কোনও বিভাগই ফর্মে নেই পাকিস্তান। বাবর আজমকে কাঠগোড়ায় তোলা হচ্ছে কিউয়িদের বিরুদ্ধে মন্থর ব্যাটিংয়ের জন্য। ৩২০ তাড়া করতে নেমে ৯০ বলে তাঁর সংগ্রহ ৬৪। কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন প্রাক্তনরা। ফখর জামানের ছিটকে যাওয়াও ব্যাটিংয়ে বাড়তি চাপ হয়ে দাঁড়িয়েছে। পেস বোলিংয়ে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফরা অভিজ্ঞ। লেগস্পিনার আব্রার আহমেদ মাঝের ওভারে রিজওয়ানের প্রধান ভরসা। আজ জিতলে ভারতের সেমিফাইনালের রাস্তা প্রায় পাকা। অন্য দিকে পাকিস্তানের কাছে মরণ-বাঁচন ম্যাচ। খেলা শুরু দুপুর আড়াইটে থেকে। সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #pakistan, #India Vs Pakistan, #INDvPAK

আরো দেখুন