কোহলির দুরন্ত সেঞ্চুরি, দুবাইয়ে পাক বধ ভারতের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ দুবাই ইন্টারন্যাশনাল ষ্টেডিয়ামে চ্যাম্পিয়নস ট্রফির সুপার সানডে ম্যাচে মুখোমুখি ভারত ও পাকিস্তান। টসে জিতে পাকিস্তান ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।
৪৯.৪ ওভারে পাকিস্তান ২৪১ রানে অলআউট হয়ে যায়। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৬২ রান করে শাকিল। ৪৬ করেন রিজওয়ান ও ৩৮ রান করেন শাহ। ভারতের হয়ে ৩টি উইকেট নেন কুলদীপ। ২টি উইকেট নেন পান্ডিয়া। একটি করে উইকেট নেন রানা, প্যাটেল ও জাদেজা।
জবাবে ব্যাট করতে নেমে ২০ রান করে আউট হন অধিনায়ক রোহিত। ৪৬ রান করেন গিল। শ্রেয়াস করেন ৫৬ রান। পাকিস্তানের বিরুদ্ধে ফর্মে ফিরে ১০০ রান করে অপরাজিত থাকেন বিরাট কোহলি। ৪২.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৪৪ রান তুলে ম্যাচ জিতে নিল ভারত।
Live Update:
৫৬ রান করে আউট শ্রেয়স, ভারত ৩৯ ওভারে ২১৫/৩
শ্রেয়সের ৫০*, ভারত ৩৬.৫ ওভারে ২০১/২
ভারত ৩৬ ওভারে ২০০/২, কোহলি ৮১*, শ্রেয়াস ৪৯*
ভারত ৩৫ ওভারে ১৮৯/২, কোহলি ৭১*, শ্রেয়াস ৪৮*
ভারত ৩২ ওভারে ১৭৫/২, কোহলি ৬৫*, শ্রেয়াস ৪০*
ভারত ৩০ ওভারে ১৬০/২
কোহলির ৫০, ভারত ১৩২/২
ভারত ২০.৫ ওভারে ১১৫/২
আউট গিল, ভারত ১৮.৫ ওভারে ১০৬/২
একদিনের ক্রিকেটে ১৪ হাজার রান পূর্ণ বিরাটের, ভারত ১৭ ওভারে ৯৯/১
১৩.২ ওভারে ভারত ৮৬/১
৬.৫ ওভারে ভারত ৪৬/১
৪৯.৪ ওভারে ২৪১ রানে অলআউট পাকিস্তান
কুলদীপের তৃতীয় উইকেট, আউট নাসিম, পাকিস্তান ৪৬.৪ ওভারে ২২২/৮
আউট শাহীন আফ্রিদি, পাকিস্তান ৪২.৫ ওভারে ২০০/৭
আউট আঘা, পাকিস্তান ৪২.৪ ওভারে ২০০/৬
আউট তাহির, পাকিস্তান ৩৬.১ ওভারে ১৬৫/৫
আউট শাকিল, পাকিস্তান ৩৪.৫ ওভারে ১৫৯/৪
আউট রিজওয়ান, পাকিস্তান ৩৩.২ ওভারে ১৫১/৩
শাকিলের ৫০ রান, পাকিস্তান ৩১ ওভারে ১৩৭/২
পাকিস্তান ২৫.৩ ওভারে ১০৩/২
পাকিস্তান ২১.৩ ওভারে ৮৪/২
পাকিস্তান ১৫ ওভারে ৬৩/২
আউট ইমাম উল হক ,পাকিস্তান ৯.২ ওভারে ৪৭/২
আউট বাবর আজম,পাকিস্তান ৮.৪ ওভারে ৪১/১
পাকিস্তান ৫ ওভারে ২৫/০