খেলা বিভাগে ফিরে যান

বিশ্ব বিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপ জয়, কলকাতার ছেলে সৌরভের মুকুটে নয়া পালক

April 17, 2025 | < 1 min read

সৌরভ কোঠারি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০২৫ সালের আইবিএসএফ বিশ্ব বিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপ জয় করলেন সৌরভ কোঠারি। আয়ারল্যান্ডের কার্লোতে পঙ্কজ আডবানীকে ৭২৫-৪৮০ ফলাফলে হারিয়ে জয়ী হয়েছেন কলকাতার ছেলে সৌরভ। এছাড়াও ১১৯ ও ১১২ পয়েন্টের দুটি ব্রেক করেছেন তিনি। উল্লেখ্য, সৌরভের বাবা মনোজ কোঠারি ১৯৯০ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। এবার ছেলেও বিশ্বজয় করলেন। ২০১৮ সালের পর দ্বিতীয়বার বিশ্বখেতাব জিতলেন সৌরভ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sourav Kothari, #IBSF World Billiards Championship 2025

আরো দেখুন