নাড্ডা, স্মৃতি, রূপাদের সম্পত্তি খতিয়ে দেখার আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা রুজু
বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (J. P. Nadda), কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংহ (Rajnath Singh), স্মৃতি ইরানি (Smriti Irani), ধর্মেন্দ্র প্রধানদের (Dharmendra Pradhan) সম্পত্তি কত বাড়ল, তা খতিয়ে দেখতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা রুজু হল।
এতদিন বাংলার রাজনৈতিক নেতাদের সম্পত্তি বৃদ্ধি নিয়ে আদালতে মমলা চলছিল। এবার কেন্দ্রীয় নেতাদের সম্পত্তি খতিয়ে দেখার আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা রুজু হল। এই মামলায় জাতীয় স্তরের নেতাদের পাশাপাশি রাজ্যের দুই বিরোধী নেতা-নেত্রী সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) ও রূপা গঙ্গোপাধ্যায়ের (Roopa Ganguly) নামও রয়েছে।
গত ১৮ আগস্ট বাংলার ১৫ জন বিরোধী নেতা এবং দু’জন তৃণমূল নেতার বিরুদ্ধে সম্পত্তিবৃদ্ধির জনস্বার্থ মামলা হয়। তৃণমূলেরই দুই সাংসদ শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীর ছাড়া নাম ছিল বিজেপির শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁ, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, শমীক ভট্টাচার্যের, সিপিএমের মহম্মদ সেলিম, তন্ময় ভট্টাচার্য, কংগ্রেসের আব্দুল মান্নানেরও। নতুন মামলাটিতেও এঁদের অনেকের নাম রয়েছে।
কলকাতা হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাজ্য তথা দেশের ২৪ জন নেতা-মন্ত্রীর সম্পত্তি বৃদ্ধি নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি চান আইনজীবী রমাপ্রসাদ সরকার। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ওই মামলা করার আর্জি জানানো হয়েছিল। বিচারপতি অনুমতি দিয়েছেন।