হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান

পবন Out, জিতেন্দ্র In? ফের পুরনো চালেই ভরসা BJP-র?

March 5, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: প্রার্থী তালিকা ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ধাক্কা খেয়েছে বিজেপি। ভোট লড়বেন না বলে, সরে দাঁড়িয়েছেন আসানসোলের বিজেপি প্রার্থী ভোজপুরী গায়ক পবন সিং। তা নিয়ে অস্বস্তিতে পড়েছে বিজেপি। ওই কেন্দ্রে নয়া প্রার্থী খোঁজ করছে গেরুয়া শিবির। সূত্রের খবর, জিতেন্দ্র তিওয়ারিকে আসানসোল থেকে প্রার্থী করার কথা ভাবছে বিজেপি নেতৃত্ব।

একুশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দল বদলে বিজেপিতে যোগ দেন জিতেন্দ্র তিওয়ারি।
গত বিধানসভা ভোটে পাণ্ডবেশ্বর থেকে বিজেপি-র হয়ে লড়াই করেছিলেন জিতেন্দ্র, কিন্তু নিজের জিতে আসা কেন্দ্রে পদ্ম ফুল ফোটাতে পারেননি তিনি। রাজনীতি থেকে কিছুটা সরে গিয়ে কোর্টে প্র্যাক্টিস শুরু করেন পদ্মের জিতেন্দ্র। তারপর আসানসোল পুরনিগমের নির্বাচনে বিজেপিকে জেতানোর দায়িত্ব দেওয়া হয়েছিল জিতেন্দ্র তিওয়ারি। সেখানেও ব্যর্থ হন জিতেন্দ্র। কিন্তু শোনা যাচ্ছে, আসানসোলে দাঁড় করানোর জন্য বিজেপি কাউকে খুঁজে পাচ্ছে না। কোনও গেরুয়া নেতাই সেখানে দাঁড়াতে চাইছে না। ফলে জোড়া হারের কারিগরকে ফের প্রার্থী করতে পারে বিজেপি।

ইতিমধ্যেই বাংলার কুড়িটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। পবন সরে যাওয়ায় আরও ২৩ আসনে প্রার্থী ঘোষণা করবে বিজেপি।

TwitterFacebookWhatsAppEmailShare

#BJP West Bengal, #Jitendra Tiwari, #Pawan Singh, #bjp

আরো দেখুন