দেশ বিভাগে ফিরে যান

দুই কোটি স্বাক্ষর নিয়ে আজ রাষ্ট্রপতি সকাশে রাহুল

December 24, 2020 | < 1 min read

ছবি : রাহুল গান্ধী

তিন কৃষি আইন(FarmBill) বাতিলের দাবিতে সারাদেশ থেকে সংগ্রহ করা প্রায় দুই কোটি স্বাক্ষর জমা দিতে আজ রাষ্ট্রপতি ভবনে(Rashtrapati Bhawan) যাবেন কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধী(Rahul Gandhi)।

ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের সঙ্গে দেখা করার আগে তিনি ওই তিন আইনের বিরুদ্ধে একটি বিক্ষোভের নেতৃত্ব দেবেন। আজ সকাল ১০টা ৪৫ মিনিটে বিজয় চক থেকে ওই বিক্ষোভ মিছিল শুরু হবে।

কংগ্রেস সূত্রে খবর, রাহুল গান্ধী আজ সকাল দশটা ৪৫ মিনিটে বিজয় চক থেকে কংগ্রেসের সংসদ সদস্যদের নিয়ে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত বিক্ষোভের নেতৃত্ব দেবেন। এরপর তিনি এবং অন্যান্য প্রবীণ নেতারা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন এবং কৃষকদের সমস্যা সমাধানে তার হস্তক্ষেপ চেয়ে ২ কোটি স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি জমা দেবেন।

এর আগে, বিতর্কিত ওই তিন কৃষি আইনের বিরুদ্ধে প্রচারণার অংশ হিসেবে রাহুল গান্ধী পাঞ্জাব (Punjab)এবং হরিয়ানায়(Haryana) ট্র্যাক্টর সমাবেশ করেছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Rahul Gandhi

আরো দেখুন