রাজ্য বিভাগে ফিরে যান

কে ডি সিংহকে মুকুলই তৃণমূলে এনেছিলেন, ওঁকেও গ্রেফতার করা উচিত- কুণাল ঘোষ

January 13, 2021 | < 1 min read

প্রাক্তন তৃণমূল সাংসদ কেডি সিং ইডি–র হাতে গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গেই বিজেপি নেতা মুকুল রায়কে নিশানা করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এদিন পূর্ব মেদিনীপুরের পটাশপুর জনসভা থেকে তৃণমূলের প্রাক্তন রাজ্যসভা সাংসদ বলেন, ‘‌কেডি সিংহের সঙ্গে হাত মিলিয়েছিলেন মুকুল রায় (Mukul Roy)। আদালতের কাছে এমনটাই জানিয়েছিলেন সুদীপ্ত সেন। ৫০ লক্ষ ড্রাফটের নামে নগদ নেওয়া হয়েছিল। বিচার হবে না? শুধু অন্যদের দিকে আঙুল তুলবেন?’ 

এদিন শুভেন্দুকেও আক্রমণ করলেন কুণাল (Kunal Ghosh) । বলেন, ‘‌গ্রেপ্তার হওয়ার আগে বলেছিলাম, কাকে কত টাকা দিয়েছি। শুভেন্দু মানহানির মামলার নোটিস পাঠিয়েছিল আমাকে। মামলা লড়তে দেরি হওয়ায় জরিমানা দিতে হয়েছিল। আমার বন্দিদশার সুযোগ নিয়ে পরিবারকে শেষ করেছিল। সুদীপ্ত সেনের বয়ান নিয়ে আমি সেই মামলা লড়ব।’‌ চ্যালেঞ্জ ছুড়ে বলেন, কোথা থেকে হারবে, ঠিক করে নিক শুভেন্দু অধিকারী। 

অ্যালকেমিস্ট চিটফান্ড মামলায় ২০০০ কোটি টাকার প্রতারণার অভিযোগের ভিত্তিতে এদিন কে ডি সিংকে গ্রেপ্তার করেছে ইডি (ED)। ইডি দপ্তর সূত্রে জানা গেছে, অ্যালকেমিস্ট–এর জন্য মোটা অঙ্কের টাকা তোলা হয়েছিল। সেই টাকা বিদেশেও পাচার করা হয়েছে। আর তার পিছনেই বড়সড় হাত রয়েছে প্রাক্তন সাংসদ কে ডি সিংয়ের (K.D. Singh)। এই মামলায় দীর্ঘদিন ধরে তদন্ত করছে ইডি। এদিন সকালে জেরার জন্য ডাকা হয়েছিল কেডি সিংকে। তার পরই গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারির পর তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy) জানিয়ে দিলেন, কে ডি সিংয়ের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। এও বললেন, ‘‌কোনও দোষ পেয়েছে বলেই গ্রেপ্তার করেছে ইডি।’‌

TwitterFacebookWhatsAppEmailShare

#Kunal Ghosh, #K.D. Singh, #mukul roy

আরো দেখুন