কলকাতা বিভাগে ফিরে যান

শুরু হল কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল, রিক্সা বদলে গেল স্যান্টার স্লেজে

December 22, 2022 | < 1 min read

গতকাল থেকে শুরু হয়ে গিয়েছে কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল (Christmas Festival 2022)। বড়দিন ও বর্ষ শেষের আনন্দে ইতিমধ্যেই মেতে উঠেছে মহানগর। আলোয় আলোয় ঢেকে গিয়েছে তিলোত্তমা। সেজে উঠেছে গোটা কলকাতা। অ্যালেন পার্কে একটি সাইকেল রিক্সাকে সাজিয়ে স্যান্টার স্লেজ গাড়ি বানিয়ে ফেলা হয়েছে।

ক্রিসমাস মানেই ক্রিসমাস ট্রি আর স্যান্টা। স্যান্টা (Santa) আদপে কাল্পনিক এক মানুষ, যে আমাদের ইচ্ছে পূরণ করে। ক্রিসমাস ইভের রাতে সে এসে মোজার মধ্যে আমাদের জন্য উপহার রেখে যায়। বলা হয়, স্যান্টা স্লেজ গাড়িতে আসেন। রিক্সা দিয়ে হরিণে টানা সেই স্লেজ গাড়িই বানিয়ে ফেলল কলকাতা। রিক্সা হল কলকাতার ঐতিহ্য, সেই উনিশ শতকের কলকাতায় টানা রিক্সার প্রচলন হয়েছিল। তারপর কেটে গিয়েছে দীর্ঘ সময়। আজও মহানগরে রিক্সা ছুটে চলে। এখন অবশ্য হাতে টানা রিক্সার বদলে এসেছে সাইকেল রিক্সা, যুগের সঙ্গে তাল মিলিয়ে। তবে উত্তর কলকাতার অলিগলিতে আজও হাতে টানা রিক্সার দেখা মেলে। এবার রিক্সাই হয়ে উঠল স্লেজ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Christmas Festival 2022, #Kolkata, #Santa Claus

আরো দেখুন