প্রথম মরশুমেই বাজিমাত, WPL 2023 জিতল মুম্বই ইন্ডিয়ান্সের মেয়েরা
ন্যাট সিভর ও হরমনপ্রীতের দাপুটে ব্যাটিংয়ে সাত উইকেটে জয়ী হয় মুম্বই ইন্ডিয়ান্স। ন্যাট ৬০ রানে অপরাজিত ছিলেন। হরমনপ্রীত করেন ৩৭ রান।

সংক্ষিপ্ত স্কোর:
দিল্লি ক্যাপিটালস: ১৩১/৯
মুম্বই ইন্ডিয়ান্স: ১৩৪/৩
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আইপিএলের মতোই শুরু হয়েছে ডব্লিউপিএল ২০২৩, সেই প্রতিযোগিতার প্রথম মরশুমে খেতাব জিতল মুম্বইয়ের মেয়েরা। ফাইনালে তারা দিল্লির মুখোমুখি হয়েছিল। লিগ টেবিলের এক নম্বরে থেকে সরাসরি উইমেন্স প্রিমিয়র লিগের ফাইনালে উঠেছিল দিল্লি। এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নামে দিল্লি। পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দিল্লি। ক্যাপ্টেন ল্যানিং ৩৫ রান করেন। মুম্বইয়ের ওং ও হ্যালি ম্যাথিউস তিনটি করে উইকেট নেন। শিখা পাণ্ডে ও রাধা যাদবের লড়াইয়ে ভর করে ৯ উইকেট হারিয়ে ১৩১ রান তোলে দিল্লি।
জবাবে ব্যাট করতে নেমে মুম্বইয়ের দুই ওপেনার হ্যালি ও ইয়াস্তিকা দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান। কিন্তু হরমনপ্রীত ও ন্যাটের লড়াইয়ে ইতিহাস গড়ে মুম্বই। ন্যাট সিভর ও হরমনপ্রীতের দাপুটে ব্যাটিংয়ে সাত উইকেটে জয়ী হয় মুম্বই ইন্ডিয়ান্স। ন্যাট ৬০ রানে অপরাজিত ছিলেন। হরমনপ্রীত করেন ৩৭ রান।