বালুরঘাট, মালবাজার, কুলতলি! সমবায় ভোটে বাংলার দিকে দিকে সবুজ ঝড়

মোট ছ’টি আসনের একটিতেও প্রার্থী দিতে পারেনি বিরোধী বিজেপি ও বামেরা। বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জয়ী হন তৃণমূল প্রার্থীরা।

March 3, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বালুরঘাট এবং মালবাজা, কুলতলি সমবায় সমিতির নির্বাচনে জয়জয়াকার তৃণমূলের। দিকে দিকে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে জোড়াফুল শিবির। শনিবার বালুরঘাট ব্লকের চকভৃগু অঞ্চল কৃষি সমিতির জয়ের পর একটি সভা করা হয়। মোট ছ’টি আসনের একটিতেও প্রার্থী দিতে পারেনি বিরোধী বিজেপি ও বামেরা। বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জয়ী হন তৃণমূল প্রার্থীরা। ফলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গড়ে কার্যত অস্বস্তিতে গেরুয়া শিবির।

জলপাইগুড়ি জেলার মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েতের নেওড়া সমবায় সমিতির নির্বাচনে গো-হারা হারল বিজেপি। আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল দুটি আসন জিতে গিয়েছিল। চারটি আসনে নির্বাচন হয়। নির্বাচন শেষে দেখা যায় চারটি আসনেই বিপুল ভোটে জয়লাভ করেন তৃণমূলের প্রার্থীরা। আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে সমবায় সমিতির নির্বাচনের এই ফলাফল অনেকটাই বিজেপিকে ব্যাকফুটে ফেলে দিল বলে মত রাজনৈতিক মহলের।

ঘাসফুল ফুটল দক্ষিণ ২৪ পরগনার কুলতলির ভুবনখালির সমবায় ভোটে। টানা ৩০ বছর পর নিরঙ্কুশ জয় পেল রাজ্যের শাসক শিবির। কুলতলির চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের ভুবনখালি সমবায় সমিতিতে মোট ৯টি আসন। প্রতিটি আসনে মনোনয়ন জমা দিয়েছিল শাসক শিবির। তবে বিরোধীরা কেউ মনোনয়নপত্র জমা দেননি। যার ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে ঘাসফুল শিবির। জয়ে খুশি তৃণমূল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন